নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি তরুণদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশি-আমেরিকান রিপাবলিকান ইয়ুথ অ্যালায়েন্সের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৮ নভেম্বর শনিবার জ্যামাইকার মেজ্জান পার্টি হলে এই কমিটি গঠন করা হয়। ঘোষিত আহŸায়ক কমিটিতে অধ্যাপক রেজাউল করিমকে আহŸায়ক এবং সুব্রত তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে সংগঠনটির প‚র্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়- আমেরিকার রিপাবলিকান পার্টির রাজনীতিতে বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী তরুণদের নেতৃত্ব সৃষ্টি করা এবং তাদের রাজনৈতিক ক্ষমতায়নে ভ‚মিকা রাখাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপাবলিকান নেতা প্রিয়তোষ দে, ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, শাহ শহিদুল হক, ঝিলাম চৌধুরী, বাপ্পি সোম, বিপ্লব পাল, রাশেদ আহমেদ, বাবুল শীল, বিপ্রেশ রায় প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মরিয়ম মারিয়া, বাপ্পি সোম এবং স্বপ্নীল তালুকদার।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আহবায়ক অধ্যাপক রেজাউল করিম ও সদস্য সচিব সুব্রত তালুকদার উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।