৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

জ্যামাইকায় নান্দনিক প্রেম’স কালেকশনস ও বিউটি সেলুনের বর্ণাঢ্য উদ্বোধন

জ্যামাইকায় নান্দনিক প্রেম’স কালেকশনস ও বিউটি সেলুনের বর্ণাঢ্য উদ্বোধন

গত রোববার ১৬৮-৩১ হিলসাইড এভিনিউয়ে বর্ণাঢ্য আয়োজনেবাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকায় নান্দনিক ও আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে ‘প্রেম’স কালেকশনস’ ও বিউটি সেলুন, যা গ্রাহকদের জন্য ফ্যাশন ও সৌন্দর্যের একাধিক পরিষেবা একসাথে প্রদান করবে। পোশাকপ্রেমী নারী পুরুষের প্রিয় ব্রান্ড হিসেবে বাংলাদেশ ও কলকাতায় জনপ্রিয় ‘প্রেম’স কালেকশনস’ এর নিউ ইয়র্ক শাখার শুভ উদ্বোধন করলেন শো-রুমটির পার্টনার, কমিউনিটি এ্যাক্টিভিস্ট ও ব্যবসায়ী ফাহাদ সোলায়মান এবং ডিজাইনার প্রেম বম্বানী। সাথে ছিলেন ব্যবসায়ী মিস পান্না।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ফ্যাশন উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিরা স্টোর ও সেলুন পরিদর্শন করেন এবং নতুন উদ্যোগের সাফল্য কামনা করেন।স্টোরটি উদ্বোধন হবার সাথে সাথেই বিপুল সংখ্যক পেশাক প্রেমী ক্রেতার ভীড় উপস্থিত সবাইকে অবাক করেছে। কারণ ডিজাইনগুলো ছেড়ে যাবার ছিল না।

প্রত্যকেটা আইটেমের দামও ছিল সকল শ্রেণীর কাস্টমারদের লাগালের মধ্যেই। কাপড়গুলোর নয়নকাড়া কালেকশনস সরাসরি কোলকাতা ও ভারতের বড় বড় শহরে অবস্থিত নিজস্ব কারখানা থেকেই আগত।

ফাহাদ সোলায়মান জানান, প্রেম’স কালেকশনস যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ফ্যাশন রুচি ও ঐতিহ্যকে একত্রিত করে তুলে ধরবে। এখানে নারী, পুরুষ ও শিশুদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি থাকবে জুয়েলারি, এক্সেসরিজ ও গিফট আইটেমের সমৃদ্ধ সংগ্রহ। এছাড়া বিউটি সেলুন-এ গ্রাহকরা পেয়ে যাবেন মানসম্মত চুল, ত্বক ও নখের যতেœর পরিষেবা। উদ্যোক্তারা আরও জানান, মানসম্মত পণ্য ও বন্ধুসুলভ সেবার মাধ্যমে তারা প্রেম’স কালেকশনস ও বিউটি সেলুনকে একটি আস্থার ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রতিবদ্ধ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোমকেয়ার এর সিইও ও সাপ্তািহক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, টাইম টিভির সিইও ও বাংলা পত্রকার সম্পাদক আবু তাহের,সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, চ্যানেল আই টিভির রাশেদ আহম্মদ, সন্ধান সম্পাদক সনজীবন সরকার, ডিবিসি টিভি যুকত্রাষ্ট্র প্রতিনিধি কানু দত্ত, প্রজ্ঞা সম্পাদক উত্তম সেন, ইউএসনিউজ অনলাইনের শাখাওয়াত সেলিম, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসাসিয়েশানের সভাপতি হারুন ভুইয়া, কমিউনিটি এক্টিভিষ্ট নাসির খান পল প্রমুখ।