বিশ্ববিখ্যাত সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল-এর নতুন চ্যার্টার্ড শাখা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নিউইয়র্ক নিউ হরাইজন ক্লাব’। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্লাবের যাত্রা শুরু হয়।
ক্লাবটির অনুমোদন প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০ আর ২ এর গভর্নর লায়ন আসেফ বারি টুটুল। তিনি গভীর উৎসাহ ও দিকনির্দেশনার মাধ্যমে গত ১০ বছরে এই প্রথমবারের মতো বাংলাদেশি কমিউনিটিকে একটি নতুন চ্যার্টার্ড ক্লাবের স্বীকৃতি এনে দেন।
তিনি বলেন, নিউইয়র্ক নিউ হরাইজন ক্লাব কোনো বিভাজন বা জাতিগত গোষ্ঠী নয়। এটি একটি নতুন উদ্যোগ যার মাধ্যমে উদ্যমী, সেবামনস্ক ও নিবেদিতপ্রাণ সদস্যদের সম্পৃক্ত করে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়সহ বৃহত্তর সমাজে মানবতার সেবার পরিধি আরও বিস্তৃত করা হবে। এই ক্লাব নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ২০-আর২-এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছে। যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে মানবসেবার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা জাগিয়েছে।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যরা জানান, নিউইয়র্ক নিউ হরাইজন ক্লাব মানবসেবার পাশাপাশি প্রবাসে নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেবে। তারা বিশ্বাস করেন, এই ক্লাবের উদ্যোগগুলো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও অবদানকে আরও উজ্জ্বল করবে।
নতুন ক্লাবের ঘোষণাপত্রে বলা হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাব’ প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মানবসেবার চেতনা ও নেতৃত্ব বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের মূল প্রতিশ্রুতি‘মানবতার সেবা’কে আরও শক্তিশালীভাবে এগিয়ে নেবে।”
নতুন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, দৃষ্টি সংরক্ষণ, ক্ষুধা নিবারণ ও পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সেবামূলক নেটওয়ার্ক বিস্তারের মাধ্যমে কমিউনিটির প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে।
এদিকে সংবাদ সম্মেলনে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের নবগঠিত শাখা ‘নিউইয়র্ক নিউ হরাইজন ক্লাব’-এর প্রাথমিক কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক হাসান খান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সোহেল হোসেন (আহমেদ সোহেল)।
পরিচালকবৃন্দ হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়াস আহমেদ, এম এম শাহীন, মোঃ খালেক ও মোহাম্মদ হোসেন কামাল। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাঈম আহমেদ, মোহাম্মদ জামিল হোসেন ও মোহাম্মদ হুদা এবং সরওয়ার চৌধুরী সিপিএ।
কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন মুস্তাক চৌধুরী। সাংস্কৃতিক ও বিনোদন চেয়ারপারসন হিসেবে সংযোজিত হয়েছে ইশতিয়াক রুমি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তাহমিনা তুষটি (আডমিন) ও সাজ্জাদ রহমান খান (প্রজেক্ট)। নারী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহানা খান। টেইল টুইস্টার পদে রয়েছেন মহব্বত আখন্দ।
ক্লাব সার্ভিস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার রহমান বিপ্লব এবং লায়ন্স টেইমার হিসেবে রয়েছেন আমজাদ সেলিম। কার্যনির্বাহী সদস্যবৃন্দ হলেন—আব্দুল এ মিয়া (পাখি), শাহজাহান চৌধুরী, গোলাম হোসেন, মোসলেহ উদ্দিন, অপু পাশা ও তাওহীদ মাহবুব মুন্না।
প্রসঙ্গত, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ১৯১৭ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ১৫ হাজারের বেশি ক্লাব ও প্রায় ১৪ লক্ষ সদস্য নিয়ে বিশ্বের সর্ববৃহৎ সেবামূলক সংগঠন হিসেবে কাজ করছে। “উই সার্ভ” — এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দৃষ্টি সংরক্ষণ, ক্ষুধা নিবারণ, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। – ইউএসএনিউজ