১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

আমেরিকায় সঙ্গীতশিল্পী আসিফ আকবরকে সম্মাননা দিল ‘ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল’

আমেরিকায় সঙ্গীতশিল্পী আসিফ আকবরকে সম্মাননা দিল ‘ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল’

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে সম্মানজনক “Proclamation of Honor” প্রদান করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বনামধন্য মানবাধিকার ও অভিবাসী সংগঠন ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল ইনক।
সংগীতাঙ্গনে দীর্ঘ দুই দশকের সাফল্য, সাংস্কৃতিক অবদান এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে আসিফ আকবরকে গত ৪ অক্টোবর নিউ জার্সির ম্যানচেস্টার রিজিওনাল হাই স্কুলে একটি কনসার্ট অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপত্রটি শিল্পীর হাতে তুলে দেন ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন অ্যাটর্নি মইন চৌধুরী, যিনি যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নি এ‍্যাট ল’ এবং আমেরিকার ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর তরিকুল ইসলাম মিঠু।
সম্মাননা প্রদানের সময় অ্যাটর্নি মইন চৌধুরী বলেন, “শিল্পী আসিফ আকবর হাজারো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর গান শুধু বিনোদন নয়, এটি মানুষের মননে দেশপ্রেম, ভালোবাসা ও অনুপ্রেরণার সঞ্চার ঘটায়। আমরা বিশ্বাস করি, সংগীতের পাশাপাশি জাতির নেতৃত্বের ক্ষেত্রেও আসিফ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে শিল্পী আসিফ আকবর বলেন, “বিদেশের মাটিতে এমন ভালোবাসা ও স্বীকৃতি পাওয়া আমার জন্য এক বিরাট প্রাপ্তি। ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই সম্মাননা আমার ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
একই দিনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য “মেগা কনসার্ট”, যেখানে উপস্থিত ছিলেন হাজারো প্রবাসী বাংলাদেশি। কনসার্টে জনপ্রিয় শিল্পী বাপ্পা মজুমদার, ডলচুত ব্যান্ড, আসিফ আকবর এবং আতিয়া আনিসা তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলেন।
অনুষ্ঠানের আয়োজক ছিল Event USA ও Microlynx Entertainment, যা যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত হয়।