গত ৫ অক্টোবর রোববার উডসাইডের গুলশান ট্যারেসের ব্যাংকুয়েট হলে‘বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ইউএসএ’ কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত অতিথিগণ সংগঠনের সফলতা কামনা করে বলেছেন, প্রবাসের সাংবাদিকরা ইচ্ছা করলে কমিউনিটিকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখতে পারে। সংগঠনের প্রধান উপদেষ্টা শাহনেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ নব-গঠিত কমিটির সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ এবং ক্ষুরধার সাংবাদিক যুক্তরাষ্ট্র প্রবাসী হয়েছেন। তাদের অনেকেই বাংলাদেশের মতোই জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপ‚র্ণ ইভেন্ট কাভার করছেন। বিশেষ করে টেলিভিশন মিডিয়ার সংবাদের প্রতি দর্শক শ্রোতার আগ্রহ বেশি। তাদের প্রতিবেদনগুলো সমাজে দারুন ভাবে প্রভাব ফেলে। টেলিভিশন সাংবাদিকদের কাছে তিনি প্রত্যাশা করেন, তারা যেন কমিউনিটির উন্নয়ন ম‚লক ও সফলতার খবরের দিকে বেশি নজর দেন। তাহলে কমিউনিটি বিনির্মানে তাদের প্রতিবেদনগুলো আরো বেশি গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে পারবে।
Screenshot
সংগঠনের প্রেসিডেন্ট ফরিদ আলম স্বাগত বক্তব্যে বলেন, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তথ্যবহুল সংবাদ সংগ্রহের জন্য সবার মধ্যে যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যেই এই সংগঠন গড়ে তোলা হয়েছে। কমিউনিটির ইতিবাচক সংবাদগুলো প্রকাশ করা এবং বাংলাদেশের ভালোখবরগুলো প্রবাসীদের সামনে তুলে ধরতে এই সংগঠন কাজ করবে। উপস্থাপিকা শারমিন সিরাজের সঞ্চালনায় প্রাণবন্ত এই অভিষেক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ ও রেশমী মির্জা গান পরিবেশন করেন।
Screenshot
নতুন অভিষিক্তরা হলেন, প্রেসিডেন্ট-ফরিদ আলম, সাধারণ সম্পাদক-এস এম সোলায়মান, ভাইস প্রেসিডেন্ট-(১) শামসুন্নাহার নিম্মি, ভাইস প্রেসিডেন্ট-(২) জাহিদা আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক-মল্লিকা খান মুনা, কোষাধ্যক্ষ-এমডি এ আহাদ, সাংগঠনিক সম্পাদক-রেজওয়ানা এলভিস, নির্বাহী সদস্য-এহসান জুয়েল, আলমগীর হোসাইন, রিজু মোহাম্মেদ ও অনিক রাজ।
অভিষেক অনুষ্ঠানে শাহ নেওয়াজ ছাড়াও বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ড. ওয়াজেদ এ খান, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, হককথা সম্পাদক সালহউদ্দিন আহমেদ, প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নাইম টুটুল, সিপিএ সরওয়ার চৌধুরী, ওয়ার্লড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক, রিয়েলটর নু রুল আজিমত্ জ্যামাইকা-বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রশীদ বাবু, কমিউনিটি এক্টিভিস্ট নওশাদ হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন ।