আগামী ৪ নভেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নিউ ইয়র্কে ইতিহাস করবে বলে মন্তব্য করেছেন মেয়র পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জোহরান মামদানি গত ৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে তিনি মত বিনিময় করেছেন জোহরান মামদানি। জ্যাকসন হাইটসের ‘সানাই’ পার্টি হলে ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’ (জেবিবিএ)-এর উদ্যোগে আয়োজিত সমাবেশে উপস্থিত সকলের প্রতি জোহরান মামদানী নির্বাচনের আগে বাংলাদেশি প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেছেন , ৪ নভেম্বর নির্বাচিত হতে পারেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র।
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন – জেবিবিএ’র প্রেসিডেন্ট গিয়াস আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেবিবিএ’র চিফ এডভাইজার ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ,জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালক ইমাম শামসী আলী, জেবিবিএ’র সাধারণ সম্পাদক তারেক হাসান খান,জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, ফাতেমা ব্রাদার্স এর আলহাজ্ব শামসুল ইসলাম, ১১৫তম পুলিশ প্রিসিঙ্কট এর ক্যাপ্টেন আব্বাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেস্বাগত বক্তব্য রাখেন ‘বাংলাদেশিস ফর জোহরান’-এর সদস্য-সচিব আব্দুস সোবহান। এ সময় অতিথি হিসেবে মঞ্চে আরো উপবিষ্ঠ ছিলেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান,সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল এবং সেক্রেটারি মোহাম্মদ আলী, অ্যাম্পায়ার কেয়ার এজেন্সির সিইও এবং রিয়েল এষ্টেট ব্যবসায়ী নুরুল আজিম, রিয়েল এষ্টেট ব্যবসায়ী বিল্লাল চৌধুরী প্রমুখ।
ডেমোক্র্যাট দলীয় প্রার্থী মামদানি বলেন, আমি এখন আর জরীপে বিশ্বাস করিনা। আগামী ৪ নভেম্বরের নির্বাচনে জয়ের জন্য আমাদের বিভ্রান্তি বা অপপ্রচারে কান না দিয়ে ঐক্যবদ্ধভাবে ভোটযুদ্ধে জয় ছিনিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, আমরা ডেমোক্র্যাট প্রাইমারীতে ১৩ পয়েন্টের ব্যবধানে সাবেক গভর্নর ও প্রয়াত গভর্নর ম্যারিও কুমোর পুত্র অ্যান্ড্র ক্যুমোকে পরাজিত করেছিলাম। তা সত্ত্বেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার আমাদের অগ্রযাত্রা থামিয়ে দিতে চান। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের লক্ষ্য অর্জন করব আশা কির।
মামদানী আরো বলেন, সকলকে ঐক্যবদ্ধ থেকে মুসলমান ও দক্ষিণ এশিয়ান ভোটারদেরকে দলে দলে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। নিউইয়র্ক সিটিকে সবার বসবাসযোগ্য একটি শহরে পরিণত করাই আমাদের স্বপ্ন।বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এই নগরে কঠোর পরিশ্রমী অভিবাসীসহ সবার জন্য ন্যায়সঙ্গত সুযোগ নিশ্চিত করতে হবে।
নিউইয়র্ক সিটির ইতিহাসে মেয়র নির্বাচনে প্রথম মুসলমান প্রার্থী হিসেবে মামদানি বলেন, এই শহরকে স্বপ্নের শহরে পরিণত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান ও দক্ষিণ এশীয় ভোটারদের দলে দলে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।
জেবিবিএ’র প্রেসিডেন্ট গিয়াস আহমেদ বলেন, এবারের সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জোহরান মামদানির উত্থান দেখে আমাদের তরুণ প্রজন্ম রাজনীতির প্রতি আগ্রহি হয়ে উঠেছে।তিনি আরো বলেন, আমরা ঐক্যবদ্ধ রয়েছি নিউইয়র্ক সিটিকে স্বপ্নের শহরে পরিণত করতে একযোগে কাজ করে জোহরান মামদানিকে বিজয়ী করবো।
জেবিবিএ’র চিফ এডভাইজার শাহ নেওয়াজ বলেন, আসুন সকলে মিলিতভাবে মামদানীকে বিপুল বিজয় দিতে পরস্পরের সহযোগী হয়ে কাজের বিষয়ে সংকল্প ব্যক্ত করি। নিউইয়র্ক সিটিতে রেজিস্টার্ড মুসলিম ভোটারের সংখ্যা প্রায় দুই লাখ এবং দক্ষিণ এশীয় ভোটার তিন লাখের বেশি।
জোহরান মামদানি ১৯৯১ সালের ১৮ অক্টোবর উগান্ডায় জন্ম নেন। তার বাবা মাহমুদ মামদানি ভারতের গুজরাটের মুসলমান এবং বর্তমানে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মা পাঞ্জাবি হিন্দু চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। মামদানির বয়স যখন ৫ বছর, তখন পরিবার দক্ষিণ আফ্রিকায় স্থায়ী হয় এবং ২ বছর পর যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আগমন করেন। সকল ছবি পরিচয় এর নিজস্ব