১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

কবর ক্রয়ে বাংলাদেশ সোসাইটিকে প্রদত্ত ২ লাখ ৪০ হাজার ডলার ফেরত দিলো বৃহত্তর নোয়াখালী সোসাইটি

কবর ক্রয়ে বাংলাদেশ সোসাইটিকে প্রদত্ত ২ লাখ ৪০ হাজার ডলার ফেরত দিলো বৃহত্তর নোয়াখালী সোসাইটি

কবর ক্রয়ে প্রদত্ত ২ লাখ ৪০ হাজার ডলার বাংলাদেশ সোসাইটিকে ফেরত দিলো বৃহত্তর নোয়াখালী সোসাইটি গত ৩ অক্টোবর সন্ধ্যায় ব্রুকলিনস্থ বৃহত্তর নোয়াখালী সোসাইটির কার্যালয়ে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ট্রাস্টি বোর্ডের সদস্য আতোয়ারুল আলম যান এর নিকট ২ লাখ ৪০ হাজার ডলারের চেক তুলে দেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক, নব নির্বাচিত সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন পিন্টু, বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য খোকন মোশাররফ, সহ-সভাপতি তাজু মিয়াসহ অন্য কর্মকর্তারা।

প্রসঙ্গত, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকীর নেতৃত্বাধীন কমিটি সংগঠনের কার্যকরী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযাী দায়িত্ব হস্তান্তরের আগে বৃহত্তর নোয়াখালী সোসাইটির আওয়তাধীন বাংলাদেশ সেমিট্রি থেকে ২ লাখ ৪০ হাজার ডলারের কবর ক্রয় করেছিল। এরই মধ্যে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রুহুল- জাহিদ পরিষদ পরাজিত হয় এবং সেলিম-আলী পরিষদ জয়লাভ করে।

সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন নতুন কার্যকরী কমিটি সে অর্থ ফেরত চান। নোয়াখালী সোসাইটির কার্যকরি কমিটি, ট্রাস্টি বোর্ড এবং উপদেষ্টা পরিষদের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী, অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহত্তর নোয়াখালী সোসাইটির কর্মকর্তাদের কাছে থেকে আতাউর রহমান সেলিম মোট ১৮টি চেক গ্রহণ করেন। যার মধ্যে প্রথম চেক ৫০ হাজার ডলারের, যা জমা দেওয়া যাবে চলতি অক্টোবর মাসে। এরপর আগামী ২৯২৬ সালের জানুয়ারি থেকে প্রতি মাসে ১০ হাজার ডলারের চেক জমা দেওয়া যাবে। ২০২৭ সালের দুটো চেক ২০ হাজার ডলার করে জমা দেওয়া যাবে।