শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ উডসাইডের ৩৪-৬৩, ৫৬ স্ট্রিটের দিব্যাধাম সেবাশ্রম মন্দিরের দোতলায় ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছিল। ৫ দিনব্যাপী আয়োজিত এই দুর্গোৎসবে ভক্তবৃন্দের উপস্থিতিতে পুজাস্থল পরিপূর্ণ হয়ে উঠেছিল। দুর্গোৎসব শুরু হয় ২৭ সেপ্টেম্বর শনিবার আর মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমীর পর ১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে গিয়ে শেষ হয়। শিশু-কিশোরসহ আবাল বৃদ্ধবনিতা রঙিন সাজ-পোশাকে মেতে ওঠেন উৎসবের আনন্দে।
পূজায় পৌরহিত্য করেছেন শ্রী জগদিশ ব্রৗ²চারী। ১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে মহাসমারোহে হয়েছে মহিলাদের আকর্ষণীয় সিঁদুর খেলা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত কর্মকান্ড চলে। প্রতিদিনই সন্ধ্যা ৭টা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত মঞ্চে চলেছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ও ভারতের শিল্পী ছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলেছে অঞ্জলী প্রদান, প্রসাদ বিতরণ শুরু হয় দুপুর ২টা থেকে, সন্ধিপ‚জা ও আরতি দেয়া হয় সন্ধ্যা ৬টায়।
এবারের দুর্গা প‚জাকে সফল করে তুলতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে ছিলেন চেয়ারম্যান শ্রী প্রবীর কুমার রায়, সভাপতি প্রভাষ চন্দ রায়, মেম্বার সেক্রেটারী স্বপন ধর, সাধারণ সম্পাদক বিজয় বিশ্বাস, পূজা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার প্রবীর বিশ্বাস ও সদস্য সচিব নারায়ন দেবনাথ।
সার্বজনীন পুজা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান শ্রী প্রবীর কুমার রায় জানান, শারদাবাহনের মাধ্যমে মনের মাঝে তান্ডব নৃত্যকারী অসুরকে দমন করার শক্তি অর্জিত হয়, সাহস সঞ্চারিত হয়। এবারের পূজা আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এর জন্য সকল ভক্তদের জানাই অভিনন্দন।