নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিক ও সংগঠক আবদুর রহিম বাদশা এবং বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টুর মা রাবিয়া খানম আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত ২৪ সেপ্টেম্বর বুধবার বেলা ২টার দিকে ব্রঙ্কসে তার কন্যার বাসায় অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে স্থানীয় আলবাট আইনস্টাইন হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিলো ৯০ বছর। মৃত্যুকালে তিনি তিন কন্যা ও তিন পুত্র সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, মরহুমা কমিউনিটির পরিচিত মুখ বিশিষ্ট রাজনীতিক ফরাসত আলী ও বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগের শাশুরী।
মরহুমার নামাজে জানাজা পরদিন বৃহস্পতিবার বাদ জোহর পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি ও বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবাইর রাশিদ। জানাজা নামাজের আগে পরিবারের পক্ষ থেকে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ। এতে সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। জানাজা শেষে মরহুমার মরদেহ নিউজার্সীর মুসলিম কবরস্থানে দাফন করা হয়।
এদিকে আবদুর রহিম বাদশা ও আব্দুর রকিব মন্টুর মা রাবিয়া খানম আলী ইন্তেকালে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, টাইম টেলিভিশন-এর পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, বাকা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হাসিব হাসনু ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন প্রমুখ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। খবর ইউএনএ’র।