১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নবাবগঞ্জ এসোসিয়েশন এর সভাপতি উজ্জ্বল বিপুল পুনর্বাচিত, গনেশ কীর্তনিয়া সাধারণ সম্পাদক

নবাবগঞ্জ এসোসিয়েশন এর সভাপতি উজ্জ্বল বিপুল পুনর্বাচিত, গনেশ কীর্তনিয়া সাধারণ সম্পাদক

গত ১৪ সেপ্টেম্বর রবিবার জ‍্যাকসন হাইটসের নবান্নে রেস্টুরেন্টে নবাবগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের উপদেষ্টাদের মতামতের ভিত্তিতে উজ্জ্বল বিপুলকে সভাপতি পদে পুননিবাচিত এবং সাধারণ সম্পাদক পদে গনেশ কীর্তনিয়াকে নির্বাচিত করা হয়।

এই দুইজন সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষণার পর হলে উত্তজনার সৃষ্টি হয় এবং সংগঠনের কয়েকজন সদস‍্য ওয়াকআউট করেন । সংগঠনের প্রধান উপদেষ্টা মনসুরুল আলমসহ আরো কয়েকজন উপদেষ্টা সকলকে শান্ত হওয়ার অনুরোধ করেন।

কতিপয় সদস্যের প্রতিবাদ, আরেকটি কমিটি গঠনের গুঞ্জন : এদিকে উজ্জ্বল বিপুলকে পুনরায় সভাপতি পদে গ্রহণ করতে অস্বীকার করেছেন সংগঠনের অন‍্যতম প্রতিষ্ঠাতা সদস‍্য সেলিম ইব্রহিম, সদ‍্যসাবেক সাধারণ সম্পাদক আসাদ জামানসহ আরো কয়েকজন সদস‍্য। তাঁরা বলেছেন উজ্জ্বল বিপুল সংগঠনের দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালনের পর পুনরায় আর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে আগাম প্রতিশ্রুতি দিয়েছিলেন যেহেতু তিনি ঢাকা জিলা এসোসিয়েশনের সভাপতি পদে যাবেন। সেই মর্মে সংগঠনের

সিনিয়র সহ সভাপতি গোলাম এন হায়দার মুকুটকে এবার নবাবগঞ্জ এসোসজনতুন সভাপতি নির্বাচিত করার বিষয়ে প্রায় সবাই একমত হয়েছিল। কিন্ত সাধারণ সভার দিনকয়েক আগে উজ্জ্বল বিপুল এর সভাপতির পদ আঁকড়ে থাকার বিষয়টি স্পষ্ট হয় এবং শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের সহায়তায় সভাপতি পদ ধরে রাখেন।
বিক্ষুব্ধ সদস‍্যরা জানান, তাঁরা আর বিপুল-গনেশের নবাবগঞ্জ সংগঠনে ফিরে যাবেন না। নতুন আরেকটি নবাবগঞ্জ সংগঠনের সৃষ্টি হতে পারে কিনা জানতে চাইলে তাঁরা বলেন, অপেক্ষা করুন।