১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহাদাত হোসেন রাজু হাসপাতালে চিকিৎসাধীন : দোয়া কামনা

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ শাহাদাত হোসেন রাজু (৫০) অসুস্থ। তিনি কিডনিসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। সে নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম আহŸায়ক এবং আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্বেচ্ছাসেবক কর্মী। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। নিউইয়র্কে তিনি একাই বসবাস করেন।

জানা যায়, বেশ কিছুদিন ধরে শাহাদাত হোসেন রাজু অসুস্থ ছিলেন। দিন দিন তার অসুস্থতা বৃদ্ধির ফলে অবশেষে কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নিউইয়র্কে মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদের প্রচেষ্টায় হাসপাতালে যেতে রাজি হন রাজু। গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডায়াগনস্টিক টেস্ট করার পর তার কিডনিতে সমস্যা ধরা পড়ে। দেখা দেয় আরো কিছু শারীরিক জটিলতা।

গিয়াস আহমেদ জানান, বর্তমানে রাজুর শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিডনির ডায়ালাইসিস চলছে। আশাকরি খুব শিগগির তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

এদিকে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তার বন্ধু শুভাকাঙ্খীরা রাজুকে দেখতে হাসপাতালে যান এবং অব্যাহতভাবে খোজ-খবর রাখছেন। গত ১৫ সেপ্টেম্বর বিকেলে হাসপাতালে রাজুকে দেখতে যান গিয়াস আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান ও জন্মভূমি সম্পাদক রতন তালুকদার। তারা রাজুর শারিরীক অবস্থার খবর নেন। এর আগে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বিএনপি নেতা জসীম ভুইয়া, News Local Draft: এম. বাসিত রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদসহ বাংলাদেশী কমিউনিটির অনেকেই শাহাদাত হোসেন রাজুকে দেখতে হাসপাতালে যান। সেখানে তারা রাজু’র খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।

অসুস্থ্য শাহাদাত হোসেন রাজু রাজু’র সুস্থতা কামনায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন তার রোগমুক্তি কামনায় সবার দোয়া চেয়েছেন। খবর ইউএনএ’র।