১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে সুলভে বাসা-বাড়িতে হিটিং ও এসি স্থাপনের সুবিধা

গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে সুলভে বাসা-বাড়িতে হিটিং ও এসি স্থাপনের সুবিধা

সুলভে এবং সরকারি অনুদানের সহায়তায় আপনার বাসা-বাড়িতে হিটিং ও এসি স্থাপনের সুবিধা দিচ্ছে নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক তোফায়েল চৌধুরীর মালিকানাধীন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠা ‘গ্রি মেpকানিক্যাল ইয়ংকার্স’।

নিউ ইয়র্ক সিটির ইয়াংকার্সে অবস্থিত বাংলাদেশি – আমেরিকান মালিকানাধীন বৃহৎ এই ব্যবসা প্রতিষ্ঠানটি তাদের কর্ম ও সেবায় গত কয়েক বছরে নিউইয়র্ক বাংলাদেশি কমিউনিটি ও যুক্তরাষ্ট্রের মূলধারায় ব্যাপক সুনাম অর্জন করেছে।

তবে গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’র প্রধান তোফায়েল চৌধুরী জানিয়েছেন, বাসা-বাড়িতে হিটিং ও এসি স্থাপনের এই সরকারী অনুদান খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে। ‘আমরা জানতে পেরেছি এ বছরের শেষের দিকে সরকারী অনুদান বন্ধ হয়ে যেতে পারে। তবে সরকারি অনুদানে বাসা-বাড়িতে হিটিং ও এসি স্থাপনের সুবিধা শেষের আগেই সিটির বাসা-বাড়ি মালিকদের প্রতি আগাম বুকিং দেয়ার আহবান জানিয়েছেন তোফায়েল চৌধুরী ।

তিনি আরো জানান, ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ এই সেক্টরে গত কয়েক বছরে বাংলাদেশি এবং আমেরিকান কমিউনিটিতে বিশ্বস্ত এবং আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছি। তার প্রতিষ্ঠানের মাধ্যমে নিজ বাসায়, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে অত্যাধুনিক ও পরিবেশসম্মত হিটিং ও কুলিং সিস্টেম (এয়ার কন্ডিশন্ড) বাড়ি মালিকরা লাগিয়ে নিতে পারেন। মুক্তি পেতে পারেন বয়লার সিস্টেম থেকে এবং সাশ্রয় করতে পারেন অতিরিক্ত বিল দেয়া থেকেও।

তোফায়েল চৌধুরী জানান, বর্তমানে নিউইয়র্ক সিটি থেকে প্রতি পরিবারকে ৮ থেকে ১০ হাজার ডলার রিবেট দেয়া হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানের জন্যেও অনুদানে আগাম বুকিং দিতে পারেন। এই সুবর্ণ সুযোগ সংশ্লিষ্ট সবার গ্রহণ করা উচিত। এজন্য তারা এখনই যোগাযোগ করতে পারেন।জানা গেছে, প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে সহযোগিতা বা সেবা প্রদানের উদ্দেশ্যে তোফায়েল চৌধুরী ৪ বছর আগে নিউইয়র্কের ইয়াংকার্সে এই প্রতিষ্ঠান চালু করেন। তাদের কেন্দ্রিয় অফিস বা প্রতিষ্ঠান ইয়াংকার্সে হলেও নিউইয়র্কের সর্বত্র এই কাজ তারা করেন। রয়েছে লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টিতে অফিস। বলা চলে অনেকটা বিনা অর্থে এই সিস্টেম লাগিয়ে দিচ্ছেন তিনি। সেই সঙ্গে দিচ্ছেন ১০ বছরের গ্যারান্টি-ওয়্যারেন্টি। আরো রয়েছে বিক্রয়োত্তর সেবা। বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ও সফল ব্যবসায়ী তোফায়েল চৌধুরী জানান, এটি মূলত নিউইয়র্ক সিটির প্রজেক্ট। নিউইয়র্ক সিটিতে গ্রিন সিটি করার পরিকল্পনার অংশ হিসেবে এই প্রজেক্ট চালু করা হয়।

অন্য কমিউনিটির মানুষ এই সুযোগ গ্রহণ করছে। কিন্তু বাংলাদেশিদের সেবা দেয়ার জন্যই মুলত: আমি এই প্রজেক্ট চালু করি। তিনি বলেন, এই সিস্টেম চালুর জন্য প্রয়োজন শুধু একজন বাড়ির মালিক বা ব্যবসায়ীর সিদ্ধান্ত নেওয়া।

সিদ্ধান্ত নেওয়ার পর আমরাই নিজেদের লোক দিয়ে সবকিছু বাস্তবায়ন করবো এবং সিটির অর্থায়নের ব্যবস্থাও আমরা করবো। অ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্যে ৯১৪-২২২-৯৪৭৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তোফায়েল চৌধুরী।