১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জ্যাকসন হাইটসে ‘নিউইয়র্ক ফ্যাশন হাউস’র জমকালো শুভ উদ্বোধন

গত সোমবার ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় মোনাজাত ও ফিতা কাটার মাধ্যমে ‘হোয়ার স্টাইল মিটস এ্যালিগ্যান্স’ শ্লোগানে উজ্জিবিত জ্যাকসন হাইটসের ব্রডওয়েতে ‘নিউইয়র্ক ফ্যাশন হাউস’ প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান সম্পন্ন হয়।

নিউইয়র্কের ‘আশা গ্রুপ’র সহযোগী প্রতিষ্ঠান ‘নিউইয়র্ক ফ্যাশন হাউস’ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সঙ্গে ছিলেন ‘আশা গ্রুপ’র প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান, মাহিয়া মাহি, সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন, বাংলাদেশি অভিনেতা মামুনুন হাসান ইমন, নীরব হোসেন, কমিউনিটি এক্টিভিষ্ট জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসাসসিয়েশানের সেক্রেটারী ফাহাদ সোলায়মান ও নীরা রাব্বানী সহ আরও অনেকে। পুরো আয়োজনের তত্তাবধানে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন ও সহযোগিতায় আশা গ্রুপেরমো: এ কাশেম।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘আশা গ্রুপ’র প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান বলেছেন, ফ্যাশন শুধু পোশাকের নাম নয়, ফ্যাশন মানুষের ব্যক্তিত্বের প্রকাশ, আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। কে কেমনভাবে নিজেকে উপস্থাপন করছেন, তার মধ্যেই লুকিয়ে থাকে তার রুচি, তার স্বপ্ন আর তার পরিচয়।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে, ভিড়ের মাঝে নিজেকে আলাদা করে তুলতে, আর নিজের ভেতরের সৃজনশীলতাকে প্রকাশ করতে ফ্যাশনের বিকল্প নেই। আর সেই ফ্যাশনের অনন্য দুনিয়াতেই নতুন রঙ, নতুন অধ্যায় নিয়ে নিউইয়র্কে আত্মপ্রকাশ করেছে ‘নিউইয়র্ক ফ্যাশন হাউস’। ডিজাইনার পিয়াল হোসেন বলেছেন, নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের জন্য আস্থার জায়গা এবং ফ্যাশনের বৈচিত্রে নতুন মাত্রা যোগ করার প্রতিশ্রুতি নিয়ে পথচলা শুরু করেছে আশা গ্রুপের সহযোগী এ প্রতিষ্ঠানটি।

বাঙালির প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে ফ্যাশন হাউসের গ্র্যান্ড ওপেনিংয়ে উপস্থিত অতিথিদের আয়োজকরা ধন্যবাদ জানিয়েছেন। অতিথিরা বলেন, আধুনিক ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী নান্দনিক পোশাক ও অ্যাক্সেসরিজ সাজানো হয়েছে দোকানজুড়ে। যা শুধু প্রবাসী বাংলাদেশি নয়, বহুজাতিক কমিউনিটির কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে।

নিউইয়র্ক ফ্যাশন হাউসের ঠিকানা, ৭২-২৮ ব্রডওয়ে, ২য় তলা, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক।