১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চলে গেলেন শিবলী নোমানী,ওয়াশিংটন মেমোরিয়ালে দাফন সম্পন্ন

বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ঢাকার আবাহনী লিমিটেড’র সাবেক ক্রিকেট টিম ম্যানেজার, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ শিবলী নোমানী আর নেই। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেলে গাড়ী চালিয়ে যাওয়ার পথে গাড়ীতেই তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ১৪ রোববার বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে প্রয়াত শিবলী নোমানীর জানাযা সম্পন্ন হয়। জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ জানাযার নামাজে ইমামতি করেন। জানাযার আগে মরহুমের ছেলে পরিবারের পক্ষ থেকে প্রয়াত শিবলী নোমানীর জন্যম দোয়া ও যে কোন ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।

জানাযার নামাজে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব ও কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ মুসল্লিরা অংশ নেন। সোমবার ১৫ সেপ্টেম্বর দুপুরে ওয়াশিংটন মেমোরিয়ালে শিবলী নোমানীর দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। তিনি একসময় নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিলসাইড এভিনিউর স্টার কাবাব রেষ্টুরেন্ট পরিচালনা করতেন।

প্রসঙ্গত, শিবলী নোমানী ১৯৯৫ সাল থেকে তিনি আবাহনীর ক্রিকেট টিমের সহকারী ম্যানেজার এবং পরবর্তিতে ম্যানেজারের দায়িত্ব পালন করেন । এছাড়াও তিনি আবাহনী ক্রিকেট কমিটির সাবেক চেয়ারম্যান ও সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি এবং সাবেক মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এর রাজনৈতিক সচিব হিসাবেও দায়িত্ব পালন করেন । ২০০৩ সালে সম্ভবত তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন ।

তার আকস্মিক মৃত্যুর সংবাদে কমিউনিটিতেশোকের ছায়া নেমে আসে । তার অকাল মৃত্যুতে সাবেক খেলোয়াড় সংস্থা যুক্তরাষ্ট্রের সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি কাজী তোফায়েল ইসলাম, ওয়াহিদ কাজী এলিন, সাধারন সম্পাদক জুয়েল আহমেদ এবং সদস্য সৈয়দ এনায়েত আলী ও মফিজুল ইসলাম ভুইঞা রুমি গভির শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।