১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুইন্স পাবলিক লাইব্রেরির অথর্সটকে কবি কাজী জহিরুল ইসলাম

কুইন্স পাবলিক লাইব্রেরি খ্যাতনামা লেখকদের নিয়ে আয়োজন করে অথর্সটক অনুষ্ঠান। শনিবার ২০ সেপ্টেম্বর আয়োজিত অথর্স টক অনুষ্ঠানের নির্বাচিত অথর হিসেবে আমন্ত্রিত হয়েছেন নিউইয়র্কের কুইন্সে বসবাসরত বাংলাদেশি লেখক কবি কাজী জহিরুল ইসলাম। দেড় ঘন্টারএ অনুষ্ঠানে লেখকের ইন্টারভিউ করা হবে।

আমন্ত্রিত লেখক তার লেখক হয়ে ওঠার গল্প বলবেন দর্শদের উদ্দেশ্যে। বাড়তি আয়োজন হিসেবে থাকছে সদ্য প্রকাশিত কাজী জহিরুলই সলামের ইংরেজি ভ্রমণ গ্রন্থ ‘এইডেলভাইজ’ এর বুক সাইনিং। অনুষ্ঠানটি ইংরেজিতে হবে। উপস্থিত দর্শকরা লেখককে প্রশ্ন করার সুযোগ পাবেন। প্রশ্নোত্তরের জন্য ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে। এবারের অথর্সটক সঞ্চালনা করবেন লাইব্রেরি কর্মকর্তা আর্শিয়া হোসেন।সূচনা বক্তব্য দেবেন বাউতিস্তা জেরেমি। সরাসরি অংশগ্রহণ ছাড়াও জুমের মাধ্যমে ভার্চুয়ালি দূরের দর্শকেরা যুক্ত হবেন। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে