যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও গভীর করে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের জন্যে একটি বৈশ্বিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরির সংকল্পে নিউইয়র্কে আগামি ২১ ও ২২ নভেম্বর দুদিনের ‘চতুর্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার-২০২৫’ অনুষ্ঠিত হবে।
গত ২০ অগাস্ট নিউইয়র্ক সিটির জ্যামাইকায় একটি পার্টি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট ও সিইও মোঃ লিটন আহমেদ জানান, গতবছরের তৃতীয় এক্সপোর চেয়ে আরো বেশী ব্যবসায়ী-বিনিয়োগকারিসহ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নীতি-নির্দ্ধারকগণ অংশ নেবেন বলে আশা করছি।
লিটন আহমেদ উল্লেখ করেন, লাগোয়ার্ডিয়া এয়ারপোর্টের সামনে ‘হিডাবলট্রী হিল্টন লাগোয়ার্ডিয়া হোটেল’র বলরুমে এই এক্সপোতে থাকবে বিভিন্ন খাতের এসএমই ব্যবসা ও পণ্যের প্রদর্শনী, ক্রেতা-বিক্রেতাদের সরাসরি ব্যবসায়িক যোগাযোগ ও অংশিদারিত্বের সুযোগ, ট্রেড, বিনিয়োগ, প্রযুক্তি, রেমিট্যান্স, নারী উদ্যোক্তা ও ডায়াসপোরা এঙ্গেজমেন্ট নিয়ে আলোচনা ছাড়াও উদোক্তা ও ব্যবসায়িকভাবে সফল প্রবাসীদেরকে ‘গ্লোবাল বিজনেস এক্সিলেন্স এওয়ার্ড’ প্রদান করা হবে।
লিটন আহমেদ আরো জানান, ইউএসবিসিসিআই (ইউনাইডে স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি)’র এই বিজনেস এক্সপোর সহযোগী হিসেবে রয়েছে এসএমই ফাইন্ডেশন এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো।
ইউএসবিসিসিআই পরিচালক শেখ ফরহাদ বলেন, এই এক্সপোর মাধ্যমে আমরা শুধু প্রদর্শনী নয়, বরং বি২বি মিটিং, ব্যবসায়িক সেমিনার, নেটওয়ার্কিং এবং গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চাই।
ইউএসবিসিসিআই পরিচালক আহাদ আলী সিপিএ বলেন, মেলার মাধ্যমে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়িক নেটওয়ার্কে যুক্ত হওয়ার এক অনন্য সুযোগ পাবে। আমি বিশ্বাস করি, প্রবাসী বাংলাদেশিরা এই প্ল্যাটফর্ম থেকে সর্বাধিক উপকৃত হবেন।
ইউএসবিসিসিআই পরিচালক ইসমাইল আহমেদ যোগ করেন, আমাদের লক্ষ্য হচ্ছে এসএমই উদ্যোক্তাদের জন্য এমন একটি সেতুবন্ধন তৈরি করা, যেখানে তারা যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক বাজারে টেকসই ব্যবসা গড়ে তুলতে পারবেন।
অপর ইউএসবিসিসিআই পরিচালক মোঃ বদরুদ্দোজা সাগর বলেন, আমরা আশা করি এই মেলা বাংলাদেশের এসএমই খাতকে বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ করে দেবে এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে।
সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রেসিডেন্ট ও পরিচালকরা এক্সপোর সর্বশেষ প্রস্তুতি আলোকে বক্তব্য প্রদানের সময় কম্যুনিটি বিনির্মাণে বাংলা ভাষার গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন এবং সামনের দিনগুলোতেও ইউএসবিসিসিআইয়ের কার্যক্রমে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।