গত সোমবার (২৬ মে) উডসাইডের কুইন্স প্যালেসে নিউ ইয়র্কে জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনকের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নব নির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মশিউর রহমান জাস্টিসসহ নেতৃবন্দ অভিষিক্ত হয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপ্তািহক আজকাল সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, শাহ নেওয়াজ গ্রুপের শাহ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের সদ্য সাবেক কনসাল জেনারেল নাজমুল হুদা, নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ডের সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার ও আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক ফকরুল আলম, রিয়েল এস্টেট ইনভেস্টর ও এম্পায়ার হোম কেয়ার এর নুরুল আজিম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা সমিতির নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল-এর মার্কেটিং হেড আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান সংঠনের সাবেক সভাপতি ও বিশিষ্ট রিয়েলেটর ফরিদ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। সবশেষে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শারমিনা সিরাজ সোনিয়া।
২০২৫-২৬ সালের জন্য গঠিত জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনকের এর কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সভাপতি আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাপ্তাাহিক আজকালের জেনারেল ম্যানেজার মো: আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মশিউর রহমান জাস্টিস।
সহ সভাপতি-আজিজুল হক, সহ সভাপতি-সাইদুর রহমান, সহ সভাপতি শামসুন নাহার নিম্মি, সহ সভাপতি-সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক-মশিউর রহমান জাস্টিস, যুগ্ম সাধারণ সম্পাদক-খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদকঃ মো: সেলিম রেজা, সহকারী সাংগঠনিক সম্পাদক-মো: নূরে আলম সিদ্দিকী, কোষাধ্যক্ষঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক-সাইম ইসলাম,সাহিত্য ও প্রকাশনা সম্পাদকঃ মো: মোক্তার, সাংস্কৃতিক সম্পাদক-মো: আনিছ মিয়া, ক্রীড়া সম্পাদক- সাকির উল্লাহ, মহিলা সম্পাদক-মোছা: কনিকা, আপ্যায়ন সম্পাদক-কানিজ ফাতেমা, সমাজ কল্যান ও ত্রাণ সম্পাদক-মোঃ মিলন কবির। সদস্যঃ মোঃ হোসেন মোক্তার, শফিকুল ইসলাম সাবু,আব্দুর রশিদ,মো: আব্দুল বাছেদ, ফজলুর রহমান,আব্দুল্লহ আল মামুন,সিফাত উল্লাহ, রাকিবুল হাসান সবুজ, সিদ্দীক শেখ ও আব্দুল আল মামুন। সকল ছবি পরিচয় এর নিজস্ব
অগ্রবর্তী অংশে থেকে কাজ করবো – সহ সভাপতি শামসুন নাহার নিম্মি
পরিচয় ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির সাবেক নিউজ প্রেজেন্টার ও উত্তর আমেরিকার জনপ্রিয় নিউজ প্রেজেন্টার ও উপস্থাপিকা, নিউইয়র্কের ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং গুড লাক হোম কেয়ারের চেয়ারম্যান শামসুন নাহার নিম্মি বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রবাসী জামালপুরবাসীর স্বার্থ রক্ষা এবং নিউইয়র্কে জামালপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ‘জামালপুর ভবন’ নির্মানে সংশ্লিষ্ট সকলকে নিয়ে অগ্রনী ভুমিকা রাখবো। গত সোমবার (২৬ মে) উডসাইডের কুইন্স প্যালেসে জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনকের নব নির্বাচিত কমিটিতে সহ সভাপতি হিসেবে অভিষিক্ত হওয়ার পর দেয়া বক্তব্যে শামসুন নাহার নিম্মি এ কথা বলেন।
তিনি বলেন, আমার জন্ম ঢাকায় হলেও আমার দাদা বাড়ী জামালপুরে, নানা বাড়ি দেওয়ানগঞ্জে। জামালপুরের সঙ্গে রয়েছে আমার নাড়ির টান। আমি দশ বছর ধরে আমেরিকায় আছি এবং প্রবাসীদের ভালোবাসা পেয়েছি। নতুন কমিটি বিশেষ করে নতুন সভাপতি, বিশিষ্ট সংগঠক আবু বকর সিদ্দিকসহ যারা আমার উপর আস্থা রেখে আমাকে সহ সভাপতি নির্বাচিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি প্রবাসে জামালপুরবাসীর কল্যাণে আন্তরিক এবং অগ্রবর্তী অংশে থেকে কাজ করে যাবো। এ সময় তিনি জামালপুর ভবন নির্মানে দুই হাজার ডলার অনুদান প্রদানের ঘোষণা দেন। এ ঘোষণার পর সবাই নিম্মিকে করতালি দিয়ে অভিনন্দন জানান। -প্রেস বিজ্ঞপ্তি।