১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

বাংলাদেশ এসেম্বল অফ ইউএস এর উদ্বোধনে নিউইয়র্কে রায়পুরাবাসী’র বনভোজন অনুষ্ঠিত

বাংলাদেশ এসেম্বল অফ ইউএস এর উদ্বোধনে নিউইয়র্কে রায়পুরাবাসী’র বনভোজন অনুষ্ঠিত

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা নরসিংদীর রায়পুরা। এটি একটি নৈসর্গিক ভূখণ্ড। মেঘনা আর তার শাখা-প্রশাখার জলবিধৌত অন্যতম স্থলভাগ। খুবই আন্তরিক এই উপজেলার মানুষ। শুধু দেশেই নয়, দেশ থেকে অনেক দূরে বিদেশের মাটিতেও এ উপজেলার মানুষ নিজেদের ঐতিহ্যকে ধরে রেখেছে। এই যেমন নিউইয়র্কে, এখানকার রায়পুরা প্রবাসীরা একে অপরের পাশে দাঁড়িয়েছে। সুখ-দুঃখ ভাগ করে নিয়েছে পরস্পর। এরাই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও বনভোজনের আয়োজন করেছে ‘আমরা রায়পুরাবাসী’।

বাংলাদেশ এসেম্বল অফ ইউএসএর সহযোগিতায় ও উদ্বোধনে আনন্দঘন পরিবেশে এই বনভোজন হয়। ১০ আগস্ট রোববার নিউইয়র্কের হোমস্টেট লেক স্টেট পার্কের মনোরম পরিবেশে উচ্ছ্বাস ও আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা। বনভোজন এক মিলনমেলায় পরিণত হয়। বাঙালি কমিউনিটির অনেক পরিচিত মুখও দেখা যায় এই পিকনিকে। বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র‍্যাফেল ড্রসহ নানা আয়োজন ছিল। আর ছিল মুখরোচক নানা খাবার, ছিল বারবিকিউ পার্টি।

বনভোজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ এসেম্বলি অফ ইউএসএর সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মো. ইসলাম (কলিম)। এবারের বনভোজনের আহবায়ক ছিলেন ইকবাল এ ভূঁইয়া, প্রধান সমন্বয়কারী মো. গোলাম মোস্তফা, সদস্য সচিব আতিকুর রহমান রফিক। বাংলাদেশ এসেম্বলি অফ ইউএসএর সভাপতি শামীম হাসান বলেন, প্রবাসে আমরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ বজায় রাখতে চাই, একটি সংগঠন আরেকটি সংগঠনের পাশে থেকে সৌহার্দ্য বিনিময়ে করাই তার প্রমাণ। এ সময় তিনি এমন সুন্দর আয়োজন করায় ‘আমরা রায়পুরাবাসী’র আয়োজকদের ধন্যবাদ জানান। বাংলাদেশ এসেম্বলি অফ ইউএসএর সাধারণ সম্পাদক মো. ইসলাম (কলিম) বলেন, এ ধরনের প্রাণবন্ত আয়োজন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। এ ধরনের আয়োজন মানুষকে একত্রিত করে। সবার মাঝে একটি বন্ধন তৈরি করে। প্রবাসে থেকেও আমাদের সংস্কৃতি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।জলি আহমেদ প্রেরিত