নিউইর্য়ক এর সাহিত্য সংস্কৃতির অঙ্গনে “প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্র “ এক বছর পেরুলো। এ উপলক্ষে সংগঠনটির ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান হলো গত ২রা আগস্ট শনিবার জ্যাকসন হাইটসে। ডঃ মুহাম্মদ আবুল কাসেম এর সভাপতিত্বে ও সোহেল হামিদ এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক “ এখন সময়” সম্পাদক ও এমসিটিভি’র সিইও কাজী শামসুল হক।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করলেন নুরুল ইসলাম সরকার ও অনুবাদে ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী, বাংলাদেশ বেতার ও টিভি উপস্থাপক জি এম ফারুক খান। সভায় উদ্বোধনী বক্তব্য দেন আহ্বায়ক ডঃ আবুল কাসেম । প্রধান অতিথির বক্তৃতায় কাজী শামসুল হক “প্রবাহ “ এর শুরুর কথা স্মরণ করেন ও এর প্রবাহমান ধারায় কবি সাহিত্যিকদের অংশগ্রহণের মাধ্যমে প্রবাসে সুস্থ ধারার সাহিত্য চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান ।
বিশেষ অতিথি বিশিষ্ট কবি নুরুল মোস্তফা রইসী সত্য ও সুন্দরকে ধারন করে “প্রবাহ” এর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং এর সাথে সম্পৃক্ত থাকার আশাবাদ প্রকাশ করেন। বাংলাদেশ প্রেস ক্লাব এর সেক্রেটারি মোমিনুল ইসলাম মজুমদার অশ্লীলতা মুক্ত সাহিত্য সংস্কৃতির চর্চার মাধ্যমে ও এর বিকাশে “প্রবাহ “ নিউইর্য়ক এর সাহিত্য অঙ্গনে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। তিনি প্রবাহ-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।
গবেষক ও চিন্তাবিদ ইমাম উদ্দিন চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে আমাদের কথা ও কাজের মিল রেখে সত্য ও সুন্দরের বিকাশে সৃজনশীল সাহিত্য চর্চার আহ্বান জানান ।
গ্রিন টাচ এর সিইও লিয়াকত এলাহী “প্রবাহ “ এর বিস্তৃতির জন্য পরামর্শ দেন ও মাইলস্টোন এর দুর্ঘটনা নিয়ে একটি স্বরচিত কবিতা পড়েন । বিশিষ্ট সংগঠক ও সাহিত্যপ্রেমী শাহ আলম বলেন, ধর্ম ও সাহিত্যের মধ্যে কোন সংঘাত নেই। কোরআনের সুরায় স্পষ্ট ও শ্রেষ্ঠ সাহিত্যের অবতারণা হয়েছে।
স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কলামিস্ট ও কবি এস এম মোজাম্মেল হক, কবি আবুল বাশার, সাউথ কেরোলাইনা থেকে আগত কবি মোশাররফ হোসেন। তোফাজ্জল হোসেন সিরাজ উদদৌলার নাটকের অংশ বিশেষের কন্ঠ অভিনয় করেন । তরুন সাহিত্য আমোদী আশেক এলাহী একটি বাংলা গানের অংশবিশেষ পরিবেশন করে।
আবৃত্তি পর্বে বিশিষ্ট বাচিক শিল্পী জি এম ফারুক খান আবৃত্তি করেন কাজী নজরুল ইসলামের “শেষ ভাষণ “, ভরাট কন্ঠে “বিদ্রোহী “ কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার এম এ সাদেক এবং সর্বশেষে নাসিরুল আলম পান্থ একটি কবিতা আবৃত্তি করে শ্রোতা দর্শকদের প্রশংসা কুড়ান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এডভোকেট হুমায়ন কবির চৌধুরী, রেজাউল করিম কিরণ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই গাজী গোলাম মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি শাহ আলম, এহসানুল কবির রিপন, জাকির হোসেন হাওলাদার, মোস্তাকুর রহমান, আলমগির কবির সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
প্রবাহ “ এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে একটি ম্যাগাজিন বের করা হয় ও অনুষ্ঠানে সকলের কাছে বিতরণ করা হয়। ডিনার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে