গত ১৮ মে বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের বাংলাদেশে সফরকালে তাকে ও তার কর্মীদের উপর হামলার প্রতিবাদে ২৮ জুলাই সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অভিযোগ করা হয়, নড়াইলের সন্ত্রাসী বিএনপির নেতা জাহাঙ্গীর বিশ্বাসের নির্দেশে তার পেটোয়া বাহিনী সম্রাটের উপর নির্লজ্জ ও বর্বরোচিত হামলা করেছিল।
নিউইয়র্কস্থ নড়াইলবাসী, যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে সেই হামলার প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ।
বিক্ষোভ বক্তব্য রাখেন আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বেিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, নড়াইলবাসীর পক্ষে নিয়াজ করিম, বদরুল হক আজাদ,দেওয়ান কাওসার,আনিসুর রহমান, মাহবুব আলম,মোক্তার হোসেন প্রমুখ এছাড়াও বাংলাদেশের নড়াইল থেকেও দুইজন বিএনপির নেতা ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা আব্দুল লতিফের উপর হামলার মূলহোতা জাহাঙ্গীর বিশ্বাসসহ হামলায় জড়িত তার পেটোয়া বাহিনীর সকলকে গ্রেপ্তারের দাবী জানিয়েছে। বক্তরা বলেন, হামলাকারীদের দৃষ্টান্তম‚লক শাস্তি না দিলে ভবিষ্যতে নিউইয়র্ক থেকে কঠোর আন্দোলনের কর্মসচী ঘোষনা করা হবে।