১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

১লা ও ২রা আগষ্ট হার্ভার্ড ক্যাম্পাসে চিটাগাং ইউনিভার্সিটি এলামনি এসােসিয়েশান ইউএসএ-র দুইদিনব্যাপী কনভেনশন

১লা ও ২রা আগষ্ট হার্ভার্ড ক্যাম্পাসে চিটাগাং ইউনিভার্সিটি এলামনি এসােসিয়েশান ইউএসএ-র দুইদিনব্যাপী কনভেনশন

আগামী ১লা ও ২রা আগষ্ট যথাক্রমে শুক্র ও শনিবার বোষ্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও রয়্যাল সনেষ্টা হোটেল, কেমব্রিজে চিটাগাং ইউনিভার্সিটি এলামনি এসােসিয়েশান ইউএসএ-র ২০২৪-২৫ এর দুইদিনব্যাপী কনভেনশন অনুষ্ঠিত হবে। গত রবিবার ১৩ জুলাই রয়্যাল সনেষ্টা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কনভেনশনের আয়োজক চিটাগাং ইউনিভার্সিটি এলামনি এসােসিয়েশান ইউএসএ-র কর্মকর্তাবৃন্দ যাঁদের মধ্যে ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট ও এবারের কনভেনশনের চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী, কনভেনশনের আহবায়ক ও সংগঠনের ম্যাসাচুসেটস চ্যাপ্টারের সাবেক সভাপতি মোহাম্মদ জানে আলম, কনভেনশনের সদস্য সচিব ও সংগঠনের ম্যাসাচুসেটস চ্যাপ্টারের সভাপতি সাইফুর চৌধুরী টিপু, ইলিয়াস জামিল, আমিনা রশীদ, রাহাতিন আশেকিন রাহী, মোহাম্মদ মর্তুজা, শিমুল বড়ুয়া, প্রতাপ চন্দ্র শীল ও ফারজানা আহমেদ (শিমুল) প্রমুখ।

সংবাদ সম্মলেনর শুরুতে কনভেনশনের আহবায়ক মোহাম্মদ জানে আলম জানান, দুই বছর পর কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে এবং তাঁরা যুক্তরাষ্ট্র বসবাসরত বাংলাদেশের ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবারের কনভেনশনের যোগদানের আমন্ত্রণ জানাচ্ছেন।

কনভেনশনের সদস্য সচিব সাইফুর চৌধুরী টিপু জানান কনভেনশনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তাঁরা আশা করছেন এবারের কনভেনশনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে বসবাসরত চ্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক সাবেক ছাত্রছাত্রী উপস্থিত থাকবেন বলে তাঁরা আশা করছেন। কনভেনশনের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, স্মৃতিচারণ, আড্ডা, পারস্পরিক পরিচিতি, সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজ। অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তী রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

সংগঠনের প্রেসিডেন্ট ও এবারের কনভেনশনের চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী বলেন, কনভেনশনে আগত চ্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা যাতে একটি বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে সম্যক ধারনা পেতে পারেন সেজন্যই হার্ভার্ড বিশ্ববিদ্যায়ের ক্যাম্পাসকে কনভেনশনের ভেনু্ হিসাবে বেছে নওয়া হয়েছে । চিটাগাং ইউনিভার্সিটি এলামনি এসােসিয়েশান ইউএসএ প্রসঙ্গে জনাব রায়হানুল ইসলাম বলেন, এটি যুক্তরাষ্ট্র জুড়ে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের সংগঠন, যেখানে গ্রাজুয়েশনপ্রাপ্ত কিংবা অতীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাসে অংশ নিয়েছেন, তাঁরাও এই সংগঠনের সদস্য হতে পারবেন। বর্তমানে সংগঠনের সাতটি ষ্টেট চ্যাপ্টার রয়েছে। তিনি আরো বলেনচিটাগাং ইউনিভার্সিটি এলামনি এসােসিয়েশান ইউএসএ-র সাথে যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের এলামনাইদের অন্যান্য সংগঠনসমুহের কোন বিরোধ নেই। তিনি ১লা ও ২রা আগষ্ট যথাক্রমে শুক্র ও শনিবার অনুষ্ঠিতব্য কনভেনশনে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের সাবেক ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানান। কনভেনশনে যোগ দিতে আগ্রহীরা ৯৭২-৮১৪০৭০০, ৭৮১-৫৮৮-৯৭৮৩ টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।