ইউএসএআইডি বন্ধের জন্য মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশ প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন। এটিকে তারা একটি ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করেছেন। একটি গবেষণায় বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে আগামী পাঁচ বছরে এক কোটি ৪০ লাখের বেশি মানুষ ঝুঁকিতে পড়তে পারে।
সোমবার ইউএসএআইডি-এর শেষ দিন উপলক্ষে একটি ভিডিও বার্তায় অংশ নিয়ে ওবামা ও বুশ ট্রাম্প প্রশাসনের এই নীতির বিরোধিতা করেন। চলতি বছরের মার্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন যে, ইউএসএআইডি-এর ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করা হয়েছে। এই সংস্থাটি এখন স্টেট ডিপার্টমেন্টে একীভূত হয়ে যাচ্ছে।
স্বাস্থ্য ও উন্নয়নমূলক গবেষণাপত্র দ্য ল্যানসেট-এ প্রকাশিত সমীক্ষায় বলা হয়েছে, এই অর্থায়ন হ্রাসের ফলে ২০৩০ সালের মধ্যে এক কোটি ৪০ লাখের বেশি অতিরিক্ত মৃত্যু ঘটতে পারে।
গবেষণা অনুযায়ী, বিগত দুই দশকে ইউএসএআইডি-এর সহায়তায় ৯ কোটি ১০ লাখেরও বেশি জীবন রক্ষা করা সম্ভব হয়েছে, বিশেষত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যসেবা, পুষ্টি, শিক্ষা ও মানবিক সহায়তার মাধ্যমে।
মেনিশা হেলথ রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও গবেষণার সহলেখক বলেন, ইউএসএআইডি-এর সহায়তায় আমরা এইডস, ম্যালেরিয়া ও যক্ষ্মার মতো রোগ মোকাবিলায় স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বাড়তে দেখেছি। এই মুহূর্তে তহবিল বন্ধ করলে শুধুই মানুষের জীবন হুমকির মুখে পড়বে না, বহু দশকে গড়ে তোলা গুরুত্বপূর্ণ অবকাঠামোও ভেঙে পড়বে।
গবেষকেরা সতর্ক করেছেন, ইউএসএআইডি-এর ব্যয় কমানো অন্যান্য আন্তর্জাতিক দাতাদেরও তহবিল হ্রাসের দিকে ঠেলে দিতে পারে, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।