গত ২৭ মে মঙ্গলবার, জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটিটস্থ সানাই রেস্টুরেন্টের পার্টি হলে নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০-আর২-এর ২০২৫-২০২৬ কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব’র ২০২৫-২০২৬ কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন জেএফএম রাসেল, তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৮৫টি। সাধারণ সম্পাদক নির্চাচিত হয়েছেন মো: মশিউর রহমান মজুমদার, তিনি মোট ভোট পেয়েছেন ৯১টি। মাসুদ রানা তপন এবারের ভোটে বিনা প্রতিদ্ব›দ্বীতায় ট্রেজারার নির্বাচিত হয়েছেন। ফাস্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছেন একেএম আব্দুর রশিদ। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৯টি।
দুই জন ভাইস প্রেসিডেন্ট হলেন যথাক্রমে হালিম আব্দুল্লা (কামরুল মজুমদার) ও মো: রুহুল আমিন, কামরুল মজুমদারের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৬০টি এবং রুহুল আমিন পেয়েছেন ৯২টি ভোট।
এবারে ভোটারগণ ১১জন ডিরেক্টর নির্বাচন করেছেন। এলফাভেটিক্যালি তাদের নাম ও প্রাপ্ত ভোটের সংখ্যা যথাক্রমে এটিএম হেলালুর রহমান, মোট প্রাপ্ত ভোট ৮৮টি। এএসএম উদ্দিন (পিন্টু), মাট প্রাপ্ত ভোট ১০০টি। ডেইজি ইয়াসমিন, মাট প্রাপ্ত ভোট ৭৩টি। কামরুল হাসান, মাট প্রাপ্ত ভোট ৬৯টি। মোহাম্মদ এ জামান, মাট প্রাপ্ত ভোট ৬৬টি। মোহাম্মদ হোসেন জাকির, মাট প্রাপ্ত ভোট ৫৮টি। মোহাম্মদ এ কাশেম, মাট প্রাপ্ত ভোট ৫৩টি। মো: জেড রহমান (আকাশ রহমান), মাট প্রাপ্ত ভোট ৪৬টি। মো: মফিজুর রহমান, মাট প্রাপ্ত ভোট ৭৫টি। মোহাম্মদ আহসানুল হক (বাবুল) মাট প্রাপ্ত ভোট ৫১টি। ও মো: মনিরুল ইসলাম, মাট প্রাপ্ত ভোট ৬৫টি।
এবারেরনির্বাচনে ৫ জন নির্বাচন কমিশনারের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এ্যাটর্নি মঈন চৌধুরী, বাকী চার নির্বাচন কমিশনারদের মধ্যে ছিলেন যথাক্রমে এম. মতিউর রহমান, রেজা রশিদ, আব্দুর রহিম হাওলাদার ও আমেনা নেওয়াজ।
সন্ধ্যা থেকে নির্বাচন কার্যক্রম শুরু হয়ে চলে রাত ১০টা পর্যন্ত। এর পর শুরু হয় ভোট গণনা। রাত প্রায় ১২টায় ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিজিত দুই প্রার্থী বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান এবং একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচন চলাকালে অনুষ্ঠানস্থলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট ২০-২আর এর গভর্ণর (ইলেক্ট) আসেফ বারী টুটুল ও ভাইস-গভর্নর শাহ নেওয়াজ। উভয়েই বিজয়ীদের অভিনন্দন জানান। সকল ছবি পরিচয় এর নিজস্ব।