১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

বিপর্যয়ে আমেরিকার হাল ধরতে প্রস্তুত ভাইস প্রেসিডেন্ট ভান্স, ট্রাম্পের স্বাস্থ্য ‘দারুণ’ বলেও কি নয়া জল্পনা উস্কে দিলেন তিনি?

বিপর্যয়ে আমেরিকার হাল ধরতে প্রস্তুত ভাইস প্রেসিডেন্ট ভান্স, ট্রাম্পের স্বাস্থ্য ‘দারুণ’ বলেও কি নয়া জল্পনা উস্কে দিলেন তিনি?

যে কোনও বিপর্যয়ে আমেরিকার হাল ধরতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। গত ২৮ আগষ্টবৃহস্পতিবার আমেরিকার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি আমেরিকাকে নেতৃত্ব দিতে প্রস্তুত? ভান্স বলেন, “যদি ভয়াবহ কোনও বিপর্যয় হয়, তা হলে আমি রাজি।”’

ভান্স বিপর্যয় বলতে কী বুঝিয়েছেন, তা স্পষ্ট নয়। কারণ, তিনি তা ব্যাখ্যা করেননি। তবে তাঁর ওই মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ, কোনও কারণে পদচ্যুত না-হলে বা ইস্তফা না দিলে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট থাকার কথা ট্রাম্পেরই। আর তাঁর ডেপুটি থাকার কথা ভান্সের। সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন, অশীতিপর ট্রাম্পের স্বাস্থ্য ‘দারুণ’ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জীবনীশক্তিতে ভরপুর বলেও শংসাপত্র দিয়েছেন ভান্স। ভাইস প্রেসিডেন্টের কথায়, “আমি নিশ্চিত যে, আমেরিকার প্রেসিডেন্ট ভাল আছেন। তিনি (প্রেসিডেন্ট হিসাবে) পুরো মেয়াদ শেষ করবেন এবং আমেরিকার নাগরিকদের জন্য দারুণ দারুণ কাজ করবেন।” ট্রাম্পের প্রশংসা করে ভান্সের সংযোজন, “তিনি (ট্রাম্প) অনেক রাত অবধি কাজ করেন, আবার সকালে তাড়াতাড়ি উঠে পড়েন।”

তার পরেও অবশ্যে ভান্সের ওই মন্তব্য নিয়ে জল্পনা থামছে না। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্পের হাতে কালশিটে দেখা যায়। প্রবীণ ট্রাম্পের শরীর ঠিক রয়েছে কি না, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। এই বিষয়ে হোয়াইট হাউসের তরফে কিছু জানানো হয়নি। তবে যে কোনও বিপর্যয়ে প্রেসিডেন্ট হতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়ে ভান্স নয়া জল্পনা উস্কে দিলেন বলেই মনে করা হচ্ছে।