১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাম্প-জেলেনস্কি ফোনে কথা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মঙ্গলবার (৫ আগষ্ট) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। মূলত যুদ্ধ শেষ করার পরিকল্পনা, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্রোন চুক্তি নিয়ে আলোচনা হয় তাদের। জেলেনস্কি তার এক্স হ্যান্ডেলে লেখেন, কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে রাশিয়ার লাগাতার আক্রমণ সম্পর্কে ট্রাম্প জানেন। শান্তি স্থাপনের জন্য ট্রাম্প পুটিনকে ৮ অগাস্ট পর্যন্ত সময় দিয়েছেন। তারপর রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরো কঠিন হবে। জেলেনস্কি বলেন, “অবশ্যই আমাদের রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে কথা হয়েছে। ওদের অর্থনীতি নিম্নগামী। সেই কারণেই ট্রাম্পের সিদ্ধান্তে বিচলিত মস্কো। এর ফলে অনেক কিছুর পরিবর্তন হবে।” অন্যদিকে, রাশিয়ার আক্রমণে ইউক্রেনের ছয়জনের মৃত্যু হয়েছে।