১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অবশেষে গাজায় থামল যুদ্ধ, বাড়ি ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা Screenshot

টানা দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি শুরু হওয়ার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বিধ্বস্ত ঘরবাড়ির দিকে ফিরতে দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামাস তাদের হাতে থাকা জীবিত সব জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল তার কারাগার থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

যুদ্ধবিরতির খবরে গাজাজুড়ে স্বস্তি নেমে এলেও মানুষের মধ্যে ভয় ও শঙ্কা কাটছে না। কারণ, চুক্তি কার্যকরের পরও গাজার আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে এবং দক্ষিণাঞ্চলে গোলার শব্দও শোনা গেছে।

এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিশর, কাতার ও তুরস্কসহ বিভিন্ন দেশের ২০০ সেনার একটি টাস্কফোর্স ইসরায়েলে অবস্থান করবে।