এ এক অবিশ্বাস্য জীবন-যুদ্ধ জয়ের গল্প! জর্ডানের এক ফিলিস্তিনি শরণার্থীশিবিরে যার জন্ম ও বেড়ে ওঠা, সেই বিজ্ঞানী ওমর এম ইয়াঘি এ বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন। ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ নামে নতুন এক ধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য আরও দুই বিজ্ঞানীর সঙ্গে তিনি এই সম্মাননা লাভ করেন।
নোবেল জয়ের পর এক সাক্ষাৎকারে ৬০ বছর বয়সী ইয়াঘি তার শৈশবের স্মৃতিচারণ করে বলেন, “আমি খুব সাধারণ একটি বাড়িতে বড় হয়েছি। একটি ছোট কক্ষে আমরা অনেকে গবাদিপশুর সঙ্গেই থাকতাম। আমার মা-বাবা খুব একটা লেখাপড়া জানতেন না।”
জর্ডানের রাজধানী আম্মানের সেই শরণার্থীশিবির থেকে মাত্র ১৫ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিজের এই দীর্ঘ যাত্রার কথা স্মরণ করে তিনি বলেন, “বিজ্ঞান আপনাকে সুযোগ করে দেবে। পৃথিবীতে যেসব ক্ষেত্র সবাইকে সমান সুযোগ দেয়, তার মধ্যে বিজ্ঞান অন্যতম।”
ফিলিস্তিনি শরণার্থী পরিবারের এক সন্তান থেকে বিশ্বের সর্বোচ্চ সম্মাননা জয়ের এই যাত্রাকে তিনি বিজ্ঞানের শক্তি হিসেবেই দেখছেন। তার এই সাফল্য বিশ্বজুড়ে লক্ষ লক্ষ শরণার্থী ও সুবিধাবঞ্চিত তরুণদের জন্য এক নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।