যুক্তরাষ্ট্রজুড়ে শীতকালীন ঝড় ‘ডেভিন’-এর তাণ্ডব চলছে, যার প্রভাবে হাজার হাজার ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হয়েছে। ছুটির মৌসুমে এই পরিস্থিতি যাত্রীদের জন্য চরম ভোগান্তি সৃষ্টি করেছে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য জানিয়েছে।
শুক্রবার ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পুর্বাঞ্চলীয় সময় বিকেল ৪টার মধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী এবং যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে যাওয়া মোট ১ হাজার ৫৮১টি ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে ৬ হাজার ৮৮৩টি ফ্লাইটও বিলম্বিত হয়েছে।
ফ্লাইটঅ্যাওয়ার বিশ্বের অন্যতম বৃহৎ ফ্লাইট ট্র্যাকিং ডেটা কোম্পানি হিসেবে পরিচিত। তারা জানাচ্ছে, শীতকালীন ঝড়ের কারণে বিমান চলাচলে বিশাল প্রভাব পড়েছে এবং যাত্রীদের নিরাপত্তার কারণে অনেক ফ্লাইট বাতিল ও বিলম্ব করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, ঝড় ‘ডেভিন’ মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাতের সৃষ্টি করবে। এর ফলে যাত্রীদের ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।