২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০

বহিরাগতদের হামলা ও ভাঙচুর: ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল, আহত অন্তত ২০

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের (নগর বাউল) কনসার্টটি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে অনুষ্ঠানস্থলে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে অনুষ্ঠান শুরুর ঠিক আগে একদল বহিরাগত প্রবেশে বাধা পেয়ে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তারা ইট-পাটকেল ছুড়ে মারে এবং মঞ্চ দখলের চেষ্টা চালায়।

ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা এ সময় প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পিছু হটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় আয়োজকরা কনসার্ট বাতিলের ঘোষণা দেন।

রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে ফরিদপুর জেলা প্রশাসনের নির্দেশে কনসার্টটি বাতিল করা হয়েছে।

অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক রাজিবুল হাসান খান বলেন, ‘কেন এবং কারা এই হামলা চালিয়েছে, তা আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। ইটের আঘাতে আমাদের অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের নির্দেশে আমরা অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছি।’

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, হামলাকারীরা কোনো জঙ্গি বা অপরাধী চক্রের সদস্য—এমন প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, প্রিয় শিল্পীর গান শুনতে না পেরে একদল উত্তেজিত ভক্ত এই হামলা চালিয়ে থাকতে পারে। এর বাইরে আপাতত অন্য কোনো কারণ নজরে আসেনি।