রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমার এম. ইয়াগি। ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ (Metal-Organic Frameworks) উদ্ভাবনের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে রয়েল সুইডিশ একাডেমি তাদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটির ব্যাখ্যানুযায়ী, এই বিজ্ঞানীরা এমন আণবিক কাঠামো (MOFs) তৈরি করেছেন, যেগুলোর ভেতর দিয়ে গ্যাস ও রাসায়নিক পদার্থ সহজে চলাচল করতে পারে। এসব কাঠামোর মাধ্যমে বায়ু থেকে পানি সংগ্রহ, কার্বন ডাইঅক্সাইড আটকানো, বিষাক্ত গ্যাস শোষণ ও রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব হচ্ছে।
এ কাঠামোয় ধাতব আয়নগুলো কোনার খুঁটির মতো কাজ করে, আর সেগুলোকে যুক্ত করে দীর্ঘ কার্বনভিত্তিক অণু দিয়ে। ফলে গঠিত হয় গহ্বরযুক্ত স্ফটিক পদার্থ, যা আধুনিক রসায়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে।