২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নিউ ইয়র্ক ষ্টেটে সর্বনিম্ন মজুরি বাড়ছে। ফলে ঐদিন থেকে নিউইয়র্ক সিটি, ওয়েস্টচেস্টার, নাসাউ ও সাফোক কাউন্টিতে সর্বনিম্ন মজুরি প্রতি ঘণ্টায় হবে ১৭ ডলার এবং নিউ ইয়র্ক ষ্টেটের অন্যান্য অংশে ১হবে ঘন্টায় ৬ ডলার যা জীবনযাত্রার ব্যয় কিছুটা মেটাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। নিউইয়র্ক ষ্টেটের শ্রম বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে নিউইয়র্ক সিটি, ওয়েস্টচেস্টার, নাসাউ এবং সাফোক কাউন্টিতে সর্বনিম্ন মজুরি ঘণ্টায় ১৬.৫০ ডলার এবং অন্যান্য কাউন্টিতে ঘণ্টায় ১৫.৫০ ডলার। ২০২৭ সাল থেকে নিউইয়র্কের সর্বনিম্ন মজুরি নর্দার্ন রিজিয়নের তিন বছরের গড় অনুযায়ী বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, গত ১২ বছরে নিউ ইয়র্ক ষ্টেটের সর্বনিম্ন মজুরি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে ঘণ্টায় ৮ ডলার থেকে ২০২৬ সালে দ্বিগুণ হয়ে ১৬ ডলার হচ্ছে।