২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণের মধ্য দিয়ে নিজেই নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা যে জুলাই জাতীয় সনদ নিজে স্বাক্ষর করেছেন, সেটা তিনি তার ভাষণের মাধ্যমে লঙ্ঘন করেছেন। কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এরপর নিজ বাসায় এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ এ মন্তব্য করেন

প্রধান উপদেষ্টা আজকের ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা জাতির সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।’

তিনি জানান, জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর [সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব] জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে ‘নোট অব ডিসেন্টের’ মাধ্যমে মীমাংসিত। এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই।’

সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘এটি গঠনের সিদ্ধান্ত নতুনভাবে এখানে আরোপ করলেন প্রধান উপদেষ্টা। কারণ এটি গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না।’

সালাহউদ্দিন বলেন, ‘সংবিধান বাস্তবায়ন আদেশ গেজেটের সঙ্গে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের মধ্যে বহু ক্ষেত্রে গড়মিল এবং নতুন প্রস্তাব আছে। এখানে অনেকগুলো নতুন প্রস্তাব এসেছে; সনদে যেগুলো ঐকমত্য হয়েছিল, সেগুলো পুরোপুরি নেই। সুতরাং কিসের ওপর গণভোট হচ্ছে, সেই বিষয়টি অবশ্যই বিতর্কিত।’

চারটি বিষয়ের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন। প্রধান উপদেষ্টার এমন সিদ্ধান্তের বিরোধিতা করে সালাহউদ্দিন বলেন, ‘এটা একটা লিডিং কোয়েশ্চেন। জবরদস্তিমূলকভাবে জনগণকে বলা হচ্ছে, এগুলোতে হয় ‘হ্যাঁ’ বলবেন অথবা ‘না’ বলবেন। বলা হচ্ছে, প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন হবে। সে বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো। হয় পুরোপুরি ‘হ্যাঁ’ বলবেন অথবা ‘না’ বলবেন। এখানে দফা অনুযায়ী ‘হ্যাঁ’ অথবা ‘না’ বলার কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবে বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি। এখান থেকে বিচ্যুত হওয়া মানে জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করা।’ এ সময়, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাইরে কোনো বিষয় যদি আরোপ করা হয়, বিএনপি তার সঙ্গে একমত হবে না বলেও জানান সালাহউদ্দিন।

তিনি জানান, প্রধান উপদেষ্টার ভাষণের ওপর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। আজ সন্ধ্যা ৭টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।