পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া গুজব উড়িয়ে দিয়েছেন দলটির সিনেটর খুররম জিশান।
ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার (৩০ নভেম্বর) তিনি বলেন, ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি আছেন।
সিনেটর জিশান অভিযোগ করেছেন, ইমরান খানকে পাকিস্তান ত্যাগে বাধ্য করার কৌশল হিসেবে ইচ্ছাকৃতভাবে জেলের ভেতরে নির্জন কারাবাসে রাখা হয়েছে। এএনআইকে তিনি বলেন, ‘পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী ইমরান খানের আকাশচুম্বী জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে। ভীতসন্ত্রস্ত হয়েই তারা ইমরান খানের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না।’
চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে গুজব ছড়ানো হয়, কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছেÑ আদালতের নির্দেশ সত্ত্বেও গত এক মাস ধরে তার বোনদের সঙ্গে দেখা করতে না দেওয়ায় এই গুজব দ্রুত ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সিনেটর জিশান বলেন, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রায় এক মাস ধরে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তার পরিবার, আইনজীবী, এমনকি দলের জ্যেষ্ঠ নেতাদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। মনে হচ্ছে, তারা তাকে কোনোকিছুতে বাধ্য করার চেষ্টা করছে।’ তবে তিনি নিশ্চিত করেন, ‘তিনি (ইমরান খান) বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলেই আছেন। তিনি সুস্থ আছেন।’
পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে কী ধরনের সমঝোতা করতে চাইছেÑ এমন প্রশ্নের জবাবে এই সিনেটর জানান, ইমরানকে দেশ ছেড়ে বিদেশে গিয়ে চুপচাপ থাকার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘তারা ইমরান খানের সঙ্গে একটি সমঝোতায় আসার চেষ্টা করছে এবং তাকে দেশ ছাড়তে বলছে। তাকে বলা হচ্ছে, তিনি যদি বিদেশে গিয়ে নিজের পছন্দমতো জায়গায় চলে গিয়ে চুপচাপ থাকেন, তবে তাকে ছাড় দেওয়া হবে। কিন্তু ইমরান খান কখনোই এতে রাজি হবেন না।’
বন্দি থাকা সত্ত্বেও ইমরান খানের জনপ্রিয়তা কেবল বেড়েই চলেছে উল্লেখ করে জিশান বলেন, ‘পিটিআই’র ভবিষ্যৎ উজ্জ্বল। এই ধরনের পরিস্থিতি মানুষের ভেতরকার সেরাটা বের করে আনে।’
কারাবাসের পর থেকে ইমরান খানের ছবি প্রকাশ না করার কারণ হিসেবে জিশান বলেন, ‘পাকিস্তানের শাসকগোষ্ঠী ভীত। তাদের আশঙ্কা, ইমরান খানের একটি মাত্র ছবিও জনসমর্থন বা গণজাগরণ তৈরি করতে পারে।’