১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

ষড়যন্ত্রের দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড

ষড়যন্ত্রের দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির পাঁচ বছরের কারাদণ্ড

২০০৭-২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রপতির পদে ছিলেন সারকোজি। এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও তাকে জেলে যেতে হবে। তিনিই হবেন দণ্ডিত হয়ে কারাগারে যাওয়া ফ্রান্সের প্রথম কোনো প্রেসিডেন্ট।

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে কোটি কোটি ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।

তবে এই মামলায় আদালত সারকোজিকে ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করলেও – দুর্নীতি ও অবৈধ প্রচার তহবিলের অভিযোগ থেকে অব্যাহতি দেন।

২০০৭-২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রপতির পদে ছিলেন সারকোজি। এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও তাকে জেলে যেতে হবে। তিনিই হবেন দণ্ডিত হয়ে কারাগারে যাওয়া ফ্রান্সের প্রথম কোনো প্রেসিডেন্ট।