১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

বিশ্বের প্রথম ‘ক্লোজড ফুয়েল সাইকেল’ পারমাণবিক ব্যবস্থা চালুর ঘোষণা পুতিনের

বিশ্বের প্রথম ‘ক্লোজড ফুয়েল সাইকেল’ পারমাণবিক ব্যবস্থা চালুর ঘোষণা পুতিনের

২০৩০ সালের মধ্যে রাশিয়ার টোমস্ক অঞ্চলে বিশ্বের প্রথম ‘ক্লোজড ফুয়েল সাইকেল’ বা বর্জ্যহীন পারমাণবিক শক্তি ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ পারমাণবিক জ্বালানি ব্যবস্থায় তেজষ্ক্রিয় বর্জ্য প্রায় সম্পূর্ণ বাদ দেয়া সম্ভব হবে বলে দাবি করা হয়েছে। পারমাণবিক প্রযুক্তিতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে বৃহস্পতিবার দাবি করেন পুতিন।

রাশিয়ার পারমাণবিক শিল্পের ৮০তম বার্ষিকী উপলক্ষে মস্কোয় আয়োজিত ‘গ্লোবাল অ্যাটমিক ফোরাম’-এ বক্তব্য রাখার সময় পুতিন জোর দিয়ে বলেন, এই উন্নয়নের ফলে ব্যয়কৃত জ্বালানির প্রায় সম্পূর্ণ অংশ (৯৫ শতাংশ) চুল্লিতে পুনরায় ব্যবহার সম্ভব হবে।

পুতিন এই প্রকল্পকে রাশিয়ার অন্যতম গর্বের বৈজ্ঞানিক অর্জন হিসেবে বর্ণনা করে বলেন, ‘এই প্রক্রিয়াটি শেষ পর্যন্ত তেজস্ক্রিয় বর্জ্য জমা হওয়ার সমস্যা প্রায় সম্পূর্ণভাবে সমাধান করতে সক্ষম হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, ইউরেনিয়ামের সহজলভ্যতা নিয়ে যে উদ্বেগ রয়েছে, তারও একটি কার্যকর সমাধান নিশ্চিত হবে।’

তিনি আরো জানান, ক্লোজড-লুপ সিস্টেমের জন্য উন্নত উপকরণ পরীক্ষা করার পরিকল্পনা এরইমধ্যে উলিয়াওনোভস্কের একটি নতুন আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রে নেয়া হয়েছে। তিনি এতে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক বিজ্ঞানীদের আমন্ত্রণ জানিয়েছেন।

রোসাটম-এর প্রধান আলেক্সি লিখাচেভের সঞ্চালনায় ফোরামটিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ, মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন আং হ্লাইং, ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এসলামি, উজবেকিস্তানের উপ-প্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভ এবং আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিসহ বহু উচ্চপদস্থ আন্তর্জাতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

রুশ প্রেসিডেন্ট দ্রুত বর্ধনশীল ডেটা সেন্টার এবং বৈশ্বিক সবুজ শক্তির চাহিদার সঙ্গে পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের সংযোগ টেনেছেন। তিনি যুক্তি দেন যে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো অতুলনীয় স্থিতিশীলতা, সামর্থ্য এবং পরিবেশগত সুবিধা দিতে সক্ষম।