ব্রাজ়িলের সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে আসার পরেই ক্ষোভপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, “এটা ব্রাজ়িলের জন্য ভাল হল না।” আরও এক ধাপ এগিয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, এই ‘অন্যায্য রায়ের বিরুদ্ধে পদক্ষেপ’ করবে আমেরিকা।
ডোনাল্ড ট্রাম্পের হুমকিও কাজে এল না। অভ্যুত্থান ঘটিয়ে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করার অভিযোগে ব্রাজ়িলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সাজা দিল সে দেশের সুপ্রিম কোর্ট। বোলসোনারোকে দোষী সাব্যস্ত করে ব্রাজ়িলের সর্বোচ্চ আদালত জানিয়েছে, ২৭ বছর তিন মাস জেলের ভিতরেই থাকতে হবে তাঁকে। অভ্যুত্থান ঘটানোয় অভিযুক্ত বোলসোনারো এত দিন গৃহবন্দি ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে আসার পরেই এই বিষয়ে ক্ষোভপ্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, “এটা ব্রাজ়িলের জন্য ভাল হল না।” আরও এক ধাপ এগিয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, এই ‘অন্যায্য রায়ের বিরুদ্ধে পদক্ষেপ’ করবে আমেরিকা। তবে সেটা কী পদক্ষেপ, তা স্পষ্ট করেননি তিনি।
বোলসোনারোর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বরাবরই মসৃণ। একাধিক বার প্রাক্তন ব্রাজ়িলীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। ব্রাজ়িলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দক্ষিণ আমেরিকার এই দেশের উপর ৫০ শতাংশ শুল্কও চাপিয়েছে আমেরিকা। তবে ব্রাজ়িলের উপর তাঁর গোসার কারণ যে প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারোর বিরুদ্ধে চলা বিচারপ্রক্রিয়া, তা-ও স্পষ্ট করে দেন ট্রাম্প। এই পরিস্থিতিতে ব্রাজ়িলের উপর আমেরিকা আরও শুল্ক চাপাতে পারে বলে মনে করা হচ্ছে।
বোলসোনারো যে অভিযোগে অভিযুক্ত, তাতে সর্বোচ্চ সাজা হল ৪৩ বছরের জেল। তবে প্রাক্তন প্রেসিডেন্টের বয়স এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে সাজার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নেন ব্রাজ়িলের সুপ্রিম কোর্টের বিচারপতিরা। চার বিচারপতির মধ্যে তিন বিচারপতিই ওই সাজার পক্ষে রায় দেন। বোলসোনারোর আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বৃহত্তম বেঞ্চের কাছে আবেদন জানাবেন।
২০২২ সালে ব্রাজ়িলের সাধারণ নির্বাচনে বামপন্থী নেতা লুলার কাছে হেরে যান অতি দক্ষিণপন্থী বোলসোনারো। ভোটে হেরে দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর সমর্থকেরা ব্রাজ়িলের সংসদ ভবন আক্রমণ করার চেষ্টা করেন। ঘটনাটিকে কেন্দ্র করে মামলা হয়। ব্রাজ়িলের আদালত বোলসোনারোকে ‘ক্ষমতার অপব্যবহার’ করার অভিযোগে অভিযুক্ত করে। ২০২৩ সালের জুলাই মাসে সে দেশের নির্বাচন সংক্রান্ত সর্বোচ্চ আদালত সুপ্রিম ইলেকটোরাল কোর্ট জানায়, আট বছর ব্রাজ়িলের কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি। এ বার তাঁকে ওই অপরাধে দোষী সাব্যস্ত করে ২৭ বছর জেলে থাকার সাজা শোনাল ব্রাজ়িলের সুপ্রিম কোর্ট।