২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউনিটি

দেওয়ান মনিরুজ্জামান বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত

দেওয়ান মনিরুজ্জামান বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত

মন্ট্রিয়লের পরিচিত মুখ, বিশিষ্ট সমাজকর্মী ও সংগঠক দেওয়ান মনিরুজ্জামান ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি হিসেবে পূর্বের কমিটির জেনারেল সেক্রেটারি শাকিল আহমেদ পিয়াসকেও পুননির্বাচিত করা হয়।

সম্প্রতি সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩৭তম মন্ট্রিয়ল ফোবানা ২০২৩’র কনভেনর এবং ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এই সংগঠনের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা দেওয়ান মনিরুজ্জামানকে দ্বিতীয়বারের মতো দায়িত্ব প্রদান করা হয়। সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ২০২৩ সালের ৩৭তম মন্ট্রিয়ল ফোবানার জয়েন্ট মেম্বার সেক্রেটারি ছিলেন। হাফিজুর রহমান উপদেষ্টা চেয়ারম‍্যানে দায়িত্ব পান।

উত্তর আমেরিকার ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়ল গত ২৮বছর ধরে কানাডায় বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কাজ করে আসছে। মন্ট্রিয়লে চারটি ফোবানা কনভেনশন সহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করেছে কানাডার ঐতিহ্যবাহী অলিম্পিক নগরী মন্ট্রিয়লের বাংলাদেশীদের এই সংগঠনটি। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে