নিউইয়র্ক     শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কৌশলগত পরিকল্পনা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ০১:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ | ০১:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কৌশলগত পরিকল্পনা

আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব মোকাবিলায় কৌশলগত পরিকল্পনা নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই পরিকল্পনার আওতায় থাকছে, কিভাবে বিশ্বব্যাপী, আঞ্চলিকভাবে দেশের অভ্যন্তরে কার্যকর পদক্ষেপ নিয়ে মানুষ থেকে মানুষে এমপক্সের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়।

চলতি বছরের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়নে ১৩ কোটি ডলারের প্রয়োজন হবে। সদস্য দেশ, বিভিন্ন কমিউনিটি আর গবেষকদেরই এ তহবিল তৈরি করতে হবে।

পরিকল্পনায় গুরুত্ব পাবে গবেষণা বাড়ানো, গুরুতর রোগীদের চিকিৎসা আর ভ্যাক্সিন ও পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা।

পাশাপাশি এই পরিকল্পনার মধ্য দিয়ে মানুষ থেকে মানুষে ছড়ানোর প্রবণতা কমিয়ে আনার চেষ্টা করবে ডব্লিউএইচও। এদিকে, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ঠেকাতে আফ্রিকাকে ১ লাখ ডোজ এমপক্সের টিকা দিচ্ছে জার্মানি। সূত্র: এখন টিভি।

শেয়ার করুন