নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পকে হত্যার চেষ্টা করা কে এই রায়ান রাউথ?

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
ট্রাম্পকে হত্যার চেষ্টা করা কে এই রায়ান রাউথ?

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) জানিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে রোববার (১৫ সেপ্টেম্বর) ফ্লোরিডায় এক বন্দুকধারী হত্যার চেষ্টা চালায়। ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো ওই বন্দুকধারী হলেন, ৫৮ বছর বয়সী রায়ান ওয়েসলে রাউথ। খবর এনডিটিভি

ট্রাম্পের নিরাপত্তা রক্ষীরা গলফ ক্লাবের কাছে তাকে দেখে ওপেন ফায়ার করে। এরপর ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বন্দুকধারী ট্রাম্পকে হত্যার করার জন্য আগে থেকেই ঘটনাস্থলে শক্তিশালী রাইফেল একে-৪৭ এবং গো প্রো ক্যামেরা প্রস্তুত রেখেছিল। ওই স্থান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে।

ট্রাম্পের নিরাপত্তা রক্ষীরা ওই বন্দুকধারীকে দেখার সঙ্গে সঙ্গে ওপেন ফায়ার করে। এতে অভিযুক্ত একটি কালো গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু একজন প্রত্যক্ষদর্শী ওই গাড়ির ছবি তুলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠালে, পরে গাড়িটির অবস্থান শনাক্ত করে বন্দুকধারীকে আটক করা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্লাম বিচের প্রশাসনিক কর্মকর্তা এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, অভিযুক্ত ব্যক্তিকে তারা হেফাজতে নিয়েছে।

শেয়ার করুন