১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

বাজেট বন্ধের শঙ্কা, ১ অক্টোবর গণছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউজ

বাজেট বন্ধের শঙ্কা, ১ অক্টোবর গণছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরগুলো আবারো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নির্দেশ দিয়েছে যে, যদি ১ অক্টোবরের মধ্যে বাজেট পাস না হয়, তাহলে গণহারে ফেডারেল কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে হবে। খবর দ্য ওয়াশিংটন পোস্ট।

এ বিষয়ে হোয়াইট হাউসের পরিচালন ও বাজেট অফিস ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি)’ একটি মেমো পাঠিয়েছে। সেখানে বলা হয় যে, যেসব কর্মসূচি অন্য কোনো আইনের মাধ্যমে অর্থায়ন পায় না, তাদের কর্মীদের ছাঁটাই করতে হবে। এছাড়াও, প্রেসিডেন্টের অগ্রাধিকার নয় এমন কর্মসূচিও বাদ পড়বে। ওএমবির পরিচালক রাসেল ভোট জানিয়েছে, সরকারি অর্থায়ন বন্ধ হলে কেবলমাত্র আইনি কার্যক্রম চালানোর জন্য প্রয়োজনীয় কর্মী রাখা হবে।’

এ পদক্ষেপের ফলে হাজার হাজার সরকারি কর্মচারী চাকরি হারাতে পারেন। বিশেষ করে প্রোবেশন পিরিয়ডে থাকা কর্মীদের ঝুঁকি বেশি। আর, এবার শুধু সাময়িক ছাঁটাই নয়, স্থায়ীভাবে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে।

বাজেটের বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকে বসার কথা ছিল। তিনি সে বৈঠক বাতিল করেছেন। এর ফলে বাজেট নিয়ে সমঝোতার সম্ভাবনা আরো কমে গেছে। ডেমোক্র্যাট নেতারা এ পদক্ষেপকে ‘রাজনৈতিক চাপ’ ও ‘অপ্রয়োজনীয় ক্ষতি’ বলে অভিহিত করেছেন। তারা বলছেন, সরকারি কার্যক্রম বন্ধ হলে প্রেসিডেন্টের বাজেট নিয়ন্ত্রণ ক্ষমতা আরো বাড়বে।

তবে, কিছু গুরুত্বপূর্ণ সেবা যেমন—সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী চালু থাকবে বলেও জানিয়েছে পরিচালক রাসেল ভোট। এটি বাস্তবায়িত হলে দেশটির অর্থনীতি ও জনজীবনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এরইমধ্যে বিভিন্ন সংস্থা কর্মীদের ছাঁটাইয়ের তালিকা তৈরি করছে। এ নিয়ে সরকারি কর্মীরা, সাধারণ মানুষ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো উদ্বিগ্ন। এমনকি জরুরি সেবাও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।