সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। নৈতিকতা ও নিরপেক্ষতার মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরে সংবাদমাধ্যম। পাঠকের আস্থা ও জনপ্রিয়তার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যম বছরের পর বছর ধরে টিকে আছে। নিচে বিশ্বের সর্বাধিক পঠিত ১০টি সংবাদমাধ্যমের তালিকা তুলে ধরা হলো। দৈনিক পাঠকের সংখ্যার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।
বিশ্বের সর্বাধিক পঠিত সংবাদমাধ্যমের তালিকায় শীর্ষে দ্য নিউইয়র্ক টাইমস। পাঠকের সংখ্যার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।
১ : দ্য নিউইয়র্ক টাইমস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে অবস্থিত সংবাদপত্রটি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয়। মুদ্রিত সংস্করণ দিয়ে শুরু হলেও বর্তমানে এটি সফলভাবে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত হয়েছে। বর্তমানে অনলাইনে বিশ্বের সর্বোচ্চ সাবস্ক্রাইবার (গ্রাহক) রয়েছে এ সংবাদমাধ্যমের।
বর্তমানে ইংরেজি মাধ্যমের নিউইয়র্ক টাইমসের ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ৬ লাখ ২০ হাজার। অন্যদিকে পত্রিকাটির ডিজিটাল গ্রাহক ১ কোটি ৫ লাখ। পত্রিকাটির অনলাইনে দৈনিক গড়ে ৪১ লাখ ইউনিক পাঠক আসেন।
বিশ্বের প্রথম দিকের প্রধানতম সংবাদপত্রগুলোর একটি দ্য নিউইয়র্ক টাইমস। ছাপা পত্রিকা থেকে পাঠকের অভ্যাস অনলাইনে স্থানান্তরের বিষয়টি দ্রুতই বুঝতে পারে সংবাদমাধ্যটি। ফলে বিজ্ঞাপননির্ভর আয়ের বদলে সাবস্ক্রিপশনভিত্তিক আয়ের ওপর গুরুত্ব দেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি।
২০১১ সালে সংবাদমাধ্যমটি প্রথম অনলাইন পে–ওয়াল চালু করে। ফলে খুব অল্প সময়েই সাবস্ক্রিপশন থেকে তাদের আয় বিজ্ঞাপনের আয়কে ছাড়িয়ে যায়। বর্তমানে সংবাদমাধ্যটি শুধু লেখা প্রতিবেদনেই নয়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নিউজ পডকাস্টসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে তাদের সংবাদ জোরদার করেছে।
২ ইয়োমিউরি শিমবুন
ইয়োমিউরি শিমবুন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পঠিত সংবাদমাধ্যম। এটি এশিয়ার সবচেয়ে বড় সংবাদমাধ্যম। জাপানিজ ভাষায় এই পত্রিকা প্রকাশিত হয়।
১৮৭৪ সালে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমটির প্রধান কার্যালয় জাপানের টোকিওতে। বর্তমানে পত্রিকাটির সার্কুলেশন ৭৭ লাখ। বর্তমানে বিশ্বের কোনো সংবাদমাধ্যমের সর্বোচ্চ সার্কুলেশন বা কাটতির পত্রিকা হচ্ছে এটি।
ইয়োমিউরি শিমবুনের এ সাফল্যের পেছনে রয়েছে জাপানের কোটি কোটি পাঠক। বিশ্বের বেশির ভাগ উন্নত দেশে ছাপা পত্রিকার চাহিদা কমে যাচ্ছে। সেখানে জাপানের পাঠকেরা এখনো ছাপা পত্রিকাকে গুরুত্ব দিচ্ছেন।
দৈনিক গড়ে ৮৫ লাখ পাঠক পত্রিকাটি পড়েন। পত্রিকাটির দৈনিক ইউনিক পাঠক রয়েছেন প্রায় আট লাখ। ডিজিটাল গ্রাহকের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।
৩ আসাহি শিমবুন
বিশ্বের তৃতীয় সর্বাধিক পঠিত সংবাদমাধ্যম জাপানের আসাহি শিমবুন। ১৮৭৯ সালে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমটির প্রধান কার্যালয় জাপানের ওসাকায় অবস্থিত। আজকের ডিজিটাল যুগেও প্রতিদিন লাখ লাখ মুদ্রিত কপি প্রকাশ করে যাচ্ছে এ বিখ্যাত সংবাদমাধ্যম।
তবে শুধু ছাপা কাগজেই সীমাবদ্ধ না থেকে আসাহি শিমবুন ডিজিটাল রূপান্তরকেও গুরুত্ব দিয়েছে। তারা অনলাইন সাবস্ক্রিপশন চালু করেছে, যার মাধ্যমে পাঠকেরা ডিজিটাল সংস্করণে পত্রিকা পড়তে পারেন।বর্তমানে পত্রিকাটির সার্কুলেশন ৫২ লাখ। পত্রিকাটির ডিজিটাল সাবস্ক্রিপশন তিন লাখ ও দৈনিক গড়ে সাত লাখ ইউনিক পাঠক অনলাইনে পত্রিকা পড়েন।
৪ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
বিশ্বের চতুর্থ সর্বাধিক পঠিত সংবাদমাধ্যম যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমটির প্রধান কার্যালয় নিউইয়র্ক নগরে অবস্থিত।
পত্রিকাটি সফলভাবে ডিজিটাল ক্ষেত্রেও অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে ডিজিটাল সাবস্ক্রাইবারের (গ্রাহক) দিক থেকে নিউইয়র্ক টাইমসের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে পত্রিকাটি। বর্তমানে পত্রিকাটির মুদ্রণ সংস্করণের সার্কুলেশন ৬ লাখ ১০ হাজার। পত্রিকাটির ডিজিটাল গ্রাহকসংখ্যা ৪৩ লাখ। এ পত্রিকার অনলাইনে দৈনিক ইউনিক পাঠক থাকেন প্রায় সাত লাখ।
৫ দ্য ওয়াশিংটন পোস্ট
বিশ্বের পঞ্চম সর্বাধিক পঠিত সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত পত্রিকাটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
দ্য ওয়াশিংটন পোস্ট সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। ২০২০ সালে তাদের ওয়েবসাইটে ১০ কোটি ১০ লাখ ভিজিটর ছিল। ২০২৩ সালের শেষ নাগাদ তা কমে ৫ কোটিতে নেমেছে। অন্যদিকে তাদের সাবস্ক্রাইবার সংখ্যাও ৩০ লাখ থেকে কমে ২৫ লাখে দাঁড়িয়েছে।
এসব প্রতিবন্ধকতার মধ্যেও ওয়াশিংটন পোস্ট তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন মডেল চালু করেছে। এ ছাড়া পাঠকদের আকৃষ্ট করতে মাল্টিমিডিয়া কনটেন্ট (ভিডিও, পডকাস্ট, গ্রাফিকস ইত্যাদি) ব্যবহার করছে।
বর্তমানে পত্রিকাটির প্রচারসংখ্যা প্রায় ২ লাখ ৫০ হাজার। পত্রিকাটির ডিজিটাল সাবস্ক্রিপশন ২৫ লাখ। প্রতিদিন গড়ে ২০ লাখ ইউনিক পাঠক অনলাইনে পত্রিকাটি পড়ে থাকেন।
৬ দৈনিক ভাস্কর
সবচেয়ে বেশি প্রচারসংখ্যা ও ডিজিটালে পাঠক সংখ্যার দিক থেকে বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে সংবাদপত্র দৈনিক ভাস্কর। ১৯৪৮ সালে ভারতের ভোপালে সংবাদপত্রটি প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের সবচেয়ে বড় ও সর্বাধিক পাঠিত পত্রিকা। ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হওয়ায় এই পত্রিকার পাঠকসংখ্যাও বিশাল।
পত্রিকাটি হিন্দি ভাষায় প্রকাশিত। বেশির ভাগ পাঠকই মুদ্রিত সংস্করণের মাধ্যমে খবর পড়েন। তবুও দৈনিক ভাস্কর ডিজিটাল প্ল্যাটফর্মেও কার্যক্রম বাড়াচ্ছে। পত্রিকাটি অনলাইন সংস্করণ চালু করেছে। পাশাপাশি তাদের জনপ্রিয় একটি অ্যাপ রয়েছে। বর্তমানে পত্রিকাটির প্রচারসংখ্যা ৩১ লাখ। প্রতিদিন গড়ে অনলাইনে তাদের ইউনিক পাঠক আট লাখ।
৭ বিল্ড
বিশ্বে সর্বাধিক পঠিত সংবাদমাধ্যমের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে জার্মান পত্রিকা বিল্ড। এটি বিশ্বের সর্বাধিক পঠিত ট্যাবলয়েড পত্রিকা।
বিল্ড পত্রিকাটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটির সদর দপ্তর জার্মানির বার্লিনে। ইউরোপের সবচেয়ে বড় পত্রিকা হিসেবে পরিচিত এটি। প্রতিদিন ১০ লাখের বেশি ছাপা পত্রিকা বিক্রি হয়ে থাকে। ইউরোপে টিকে থাকা হাতে গোনা ছাপা পত্রিকাগুলোর অন্যতম একটি হচ্ছে বিল্ড। অনলাইনে পত্রিকাটির সাবস্কিপশন নেওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে পত্রিকাটির প্রচারসংখ্যা ১৪ লাখ। অনলাইনে তাদের ইউনিক পাঠক রয়েছেন প্রায় ১৬ লাখ।
৮ দ্য গার্ডিয়ান
গার্ডিয়ান অষ্টম সর্বাধিক পঠিত সংবাদপত্র। ১৮২১ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বের প্রধান পত্রিকাগুলোর মধ্যে এখনো প্রকাশিত সবচেয়ে প্রাচীন পত্রিকা। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমটির অর্থায়নের বড় একটি অংশ আসে পাঠকদের মাধ্যমে, অর্থাৎ পাঠকেরাই স্বেচ্ছায় অর্থ দিয়ে পত্রিকাটিকে টিকিয়ে রেখেছেন।
গার্ডিয়ান বর্তমানে একটি অনলাইন পত্রিকা হিসেবে পরিচালিত হচ্ছে। ডিজিটাল সাবস্ক্রিপশন সার্ভিস ও একটি জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক ব্রিটিশ ও আন্তর্জাতিক পাঠক অনলাইনে পত্রিকাটি পড়েন। বর্তমানে পত্রিকাটির সার্কুলেশন ৬০ হাজার। এ পত্রিকার অনলাইনে গ্রাহকসংখ্যা প্রায় ১১ লাখ এবং প্রতিদিন গড়ে অনলাইনে ইউনিক পাঠক রয়েছেন ২৫ লাখ।
৯ দ্য ডেইলি মেইল
সর্বোচ্চ পঠিত সংবাদপত্রের তালিকায় নবম অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের আরেকটি সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল। ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমটির প্রধান কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
যুক্তরাজ্যে তুলনামূলকভাবে শক্তিশালী মুদ্রিত সংস্করণের পাশাপাশি ডেইলি মেইল একটি শক্তিশালী ডিজিটাল মাধ্যম গড়ে তুলেছে। ট্যাবলয়েড পত্রিকাটি খবরের পাশাপাশি বিনোদন, ফ্যাশন ও জীবনযাপন সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ করে। বর্তমানে ছাপা পত্রিকাটির প্রচারসংখ্যা ৬ লাখ ৭০ হাজার। এ পত্রিকার অনলাইন গ্রাহক আছেন প্রায় ১ লাখ ৫০ হাজার এবং প্রতিদিন ২৭ লাখ ইউনিক পাঠক অনলাইনে পত্রিকাটি পড়েন।
১০ দ্য টাইমস অব ইন্ডিয়া
টাইমস অব ইন্ডিয়া বিশ্বের সর্বাধিক পঠিত পত্রিকার দশম অবস্থানে রয়েছে। এই পত্রিকা ১৮৩৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমে এর নাম ছিল ‘দ্য বোম্বে টাইমস অ্যান্ড জার্নাল অব কমার্স’। টাইমস অব ইন্ডিয়া ভারতের মুম্বাইভিত্তিক সংবাদমাধ্যম। এটি ভারতের সর্ববৃহৎ ইংরেজি ভাষার পত্রিকা। প্রিন্ট সংস্করণের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বর্তমানে পত্রিকাটির প্রচারসংখ্যা ১৯ লাখ। এ পত্রিকার অনলাইন গ্রাহক রয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার এবং দৈনিক ইউনিক পাঠক আছেন ১৪ লাখ। সূত্র: অলটপ এভরিথিং, প্রেস গেজেট ও স্টাটিসটিকা