নিউ ইয়র্ক সিটির আসন্ন মেয়র নির্বাচনে ডেমক্রেট প্রার্থী জোহরান মামদানী ও নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী নিউ ইয়র্ক ষ্টেটের সাবেক ডেমক্রেটিক গভর্নর এন্ড্রু কুমো, যিনি ডেমক্রেটিক প্রাইমারীতে জোহরান মামদানীর কাছে সুস্পষ্ট ব্যবধানে পরাজিত হয়েছিলেন, তাদের মধ্যে নির্বাচনী লড়াই জমে উঠেছে। বিশেষ করে সদ্য প্রকাশ পাওয়া কুমো ও যৌন নিপীড়ক এপস্টেইনের সম্পর্কের ভিডিও ভাইরাল হওয়ায় উল্লাস দেখা যাচ্ছে মামদানী শিবিরে। প্রয়াত যৌন নিপীড়ক এপষ্টেইনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কের বিষয়ে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে যখন রাজনৈতিক তোলপাড় চলছে, তখন যিনি ২০২১ সালে যৌন হয়রানির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগে বাধ্য হয়েছিলেন, সেই নিউ ইয়র্ক ষ্টেটের সাবেক ডেমক্রেটিক গভর্নর এন্ড্রু কুমোর সাথে যৌন নিপীড়ক এপস্টেইনের সম্পর্কের ভিডিওটি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্রঙ্কসের এক নির্বাচনী সমাবেশে এ বিষয়ে জোহরান মামদানীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তাঁর বলার কিছুই নেই কারণ ভিডিওতেই সকল প্রশ্নের উত্তর রয়েছে অনৈতিক কর্মকান্ডে মি: কুমোর সম্পৃক্তার বিষয়টি। ভিডিওটি প্রকাশিত হওয়ার এন্ড্রু কুমো অনেক বেশী আয়ের দম্পতি হওয়া সত্ত্বেও জোহরান মামদানী কেন এস্টোরিয়ার একটি ‘এফর্ডেবল এপার্টমেন্টে’ মাত্র ২৩০০ ডলার মাসিক ভাড়ায় থাকেন, তা নিয়ে হৈ চৈ ফেলে দিয়েছিলেন। এন্ড্রু কুমো অনতিবলম্বে জোহরান মামদানীকে এপার্টমেন্টটি ছেড়ে দেওয়ার দাবীও তুলেছিলেন।
সর্বশেষ জরীপ অনুযায়ী জোহরান মামদানী তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী এন্ড্রু কুমোর চাইতে গড়ে ১৯% শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন।