১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

১৩৫% বেড়ে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসা ফি এখন বিশ্বের সর্বোচ্চ

আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা (বি১/বি২) নিতে হলে দিতে হবে বাড়তি ফি। গত মাসে মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ‘বিগ বিউটিফুল বিল’ পাস হওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।

আগে ভিসা ফি ছিল ১৮৫ ডলার। নতুন আইনে আরও ২৫০ ডলার যোগ হওয়ায় মোট ফি দাঁড়াল ৪৩৫ ডলার। এতে দেখা যাচ্ছে, ভিসার খরচ বেড়েছে ১৩৫ শতাংশেরও বেশি। এমনটি হলে পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি হবে সর্বোচ্চ, জানিয়েছে ইউএসএ টুডে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনি কাঠামো অনুযায়ী নতুন অর্থবছর শুরুর দিন থেকেই (১ অক্টোবর) এ ফি কার্যকর হবে। যদিও ২০২৬ সাল থেকে কার্যকর হওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

ইউএসএ টুডে বলছে, পাঁচ সদস্যের একটি পরিবার যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে চাইলে শুধু ভিসা ফি বাবদ খরচ হবে প্রায় ২ হাজার ডলার (প্রায় আড়াই লাখ টাকা)। এতে পর্যটকদের নিরুৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ফি বৃদ্ধির প্রভাব শুধু ভ্রমণকারীদের ওপরই পড়বে না, বরং ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিককেও প্রভাবিত করবে। দর্শক থেকে শুরু করে অ্যাথলেটরা বাড়তি অর্থনৈতিক চাপে পড়তে পারেন। বিশেষ করে স্বল্প আয়ের দেশের সাধারণ মানুষ ও ক্রীড়াবিদদের জন্য এটি বড় বাধা হয়ে দাঁড়াবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছে।ন, ফি ফেরতযোগ্য হতে পারে, তবে ফেরতের নির্দিষ্ট কাঠামো বা সময়সীমা এখনো নির্ধারিত হয়নি। নিশ্চিত শুধু একটি বিষয়—যুক্তরাষ্ট্রে ভ্রমণের খরচ বাড়ছে। – ইউ এস এ টুডে