বিদেশি ট্রাক চালকদের জন্য ভিসা প্রদান অবিলম্বে স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি মারাত্মক এক দুর্ঘটনার জেরে ট্রাম্প শিবিরে সৃষ্ট ব্যাপক ক্ষোভের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত এলো।
সামাজিক মাধ্যম এক্সে রুবিও লিখেছেন, ‘আমরা বাণিজ্যিক ট্রাক চালকদের জন্য সব ওয়ার্কার ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করছি।’
যুক্তরাষ্ট্রের রাস্তায় বড় ট্র্যাক্টর-ট্রেলার ট্রাক চালানো বিদেশি চালকের সংখ্যা ক্রমবর্ধমানভাবে মার্কিনিদের জীবনকে বিপন্ন করছে বলেও উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
প্রতিবেদন মতে, সম্প্রতি ফ্লোরিডার একটি হাইওয়েতে নিয়ম না মেনে একটি ট্রাক ইউ-টার্ন নেয়ার সময় দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন তিনজন। ওই ঘটনার পরই ভিসা স্থগিতের পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তাদের মতে, ঘাতক ওই ট্রাকের চালক ছিলেন ভারতের বাসিন্দা হরজিন্দর সিং, যিনি মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। দুর্ঘটনার পর তিনি ইংরেজি পরীক্ষায়ও ফেল করেন বলে অভিযোগ আছে।
এনডিটিভি বলছে, হরজিন্দর সিং তার বাণিজ্যিক লাইসেন্স পেয়ে ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করায় দুর্ঘটনাটি রাজনৈতিক মাত্রা পেয়েছে। কারণ অঙ্গরাজ্যটি ডেমোক্র্যাটিক দ্বারা পরিচালিত, যারা ট্রাম্পের অভিবাসন-বিরোধী কঠোর ব্যবস্থার বিরোধিতা করে। ওই ভারতীয়কে লাইসেন্স দেয়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের ব্যাপক সমালোচনা করেছে ট্রাম্প প্রশাসন।
যদিও নিউসমের অফিস থেকে জানানো হয়েছে, ট্রাম্পের অধীনে ফেডারেল সরকার হরজিন্দ সিংকে ওয়ার্ক পারমিট দিয়েছে এবং ক্যালিফোর্নিয়া তাকে প্রত্যর্পণে সহযোগিতা করেছে। খবর এনডিটিভি’র।