জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বরতী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের ভাষণ প্রদানের দিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দলীয় ব্যানারে জাতিসংঘ ভবনের সামনে সমাবেশ করেছে কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতৃবৃন্দ। ম্যানহাটানের ফাস্ট এভিনিউ ও সেকেন্ড এভিনিউ’র মাঝে ৪৭ স্ট্রীটের সমাবেশে সর্বস্তরের বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী অংশ নেন।
Screenshot
গত সপ্তাহে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতাদের সভার সিদ্ধান্ত মোতাবেক আয়োজিত সমাবেশ থেকে ড. ইউনূস সহ তাঁর সফর সঙ্গী বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-কে স্বাগত জানানো হয়। মূলত: বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
Screenshot
সমাবেশে কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে আব্দুল লতিফ স¤্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু, কেন্দ্রীয় জাসাস নেতা চিত্র নায়ক হেলাল খান, সহ যুবদল, জাসাস, জাতীয়তাবাদী মহিলাদল, জিয়া পরিষদ এবং নিউইয়র্ক, নিউজার্সী, ফ্লোরিডা, কানেকটিকাট, পেনসেলভেনিয়া প্রভৃতি ষ্টেট বিএনপি’র নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে সমাবেশে অংশ নেন।
তবে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক নেতাদের ঐক্যবদ্ধ থেকে সমাবেশ করতে দেখা যায়। উল্লেখ্য, দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কেন্দ্রীয় কমিটি না থাকায় দলের কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে এবং সাংগঠনিক কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে বিভক্তিও পরিলক্ষিত হয়।
Screenshot
যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূঁইয়া, সামসুল ইসলাম মজনু, নিয়াজ আহমেদ জুয়েল, এমদাদুল হক কামাল, আনোয়ার হোসেন, বাবর উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, আখতার হোসেন বাদল, কাজী আজম, ফিরোজ আহমেদ ও গিয়াস উদ্দিন, জাতীয়তাবাদী মহিলাদল নেত্রী মাহামুদা শিরিন প্রমুখের নেতৃত্বে সাবেক নেতাদের ব্যানারে দলীয় নেতা কর্মীরা জাতীয় পতাকা হাতে নানা শ্লোগান তুলে সমাবেশ স্থল প্রকম্পিত করে তুলেন।
Screenshot
এছাড়াও সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি দিনাজ খান, বিএনপি নেতা আব্দুস সবুর, পারভেজ সাজ্জাদ, নীরা রব্বানী, কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ, সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক গোলাফ ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র জাসাস-এর সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুর খান হারুন, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সভাপতি মওলানা ওয়ালিউল্লাহ, সিটি বিএনপি (উত্তর)-এর আহŸায়ক আহŸাব চৌধুরী খোকন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাশাপাশি কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের আহŸায়ক শামসুল ইসলাম মজনু ও সদস্য সচিব জাকির হাওলাদারের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ফজলুর রহমান, এডভোকেট বদরুল হায়দার তোতা, এডভোকেট খন্দকার জাকির, মাহবুবুর রহমান, মিজানুর রহমান, গোলাম মোস্তফা প্রমুখ সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জেএফকে বিমানবন্দরে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসম্মানিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি গঠনের জন্য তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ এবং ফেব্রæয়ারীতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান।
এদিকে কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বেলা ২টার দিকে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে সমাবেশ শেষ করার ঘোষণা দিয়ে চলে যাওয়ার সময় কয়েকজন বিক্ষুদ্ধ কর্মী তাকে উদ্দেশ্য করে গালাগাল করেন এবং নাজেহাল করার চেষ্টা করেন। এসময় দলের অন্যান্য নেতারা তাকে রক্ষা করে নিরাপদে নিয়ে যান। উল্লেখ্য, বিএনপি’র সমাবেশের মাঝে দুপুরে জুম্মার নামাজ আদায় করা হয়।