১৯৮৬ সালের ১ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় পার্টি। জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনগুলো বাংলাদেশে এখন অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দল। দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা এক আলোচনা সভার আয়োজন করেছিল। দিনটির গুরুত্ব তুলে ধরে গত ১ জানুয়ারি বুধবার জ্যাকসন হাইটসের ইটজি চায়নিজ রেষ্টুরেন্টে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবদুন নূর বারো ভূঁইয়া ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি ন‚র ইসলাম বর্ষন,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, যুব সংহতির সাধারণ সম্পাদক এ বি এম খায়রুল আলম, যুগ্ম প্রচার সম্পাদক রুবেল আহমেদ, কৃষিবিষয়ক সম্পাদক এনএসএন রুবেল,যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক রোজি ফাহিম, হাসমত আলী , ইউনুস আলী প্রমূখ।আলোচনা সভায় বক্তারা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবদানকে গভীরভাবে স্মরণ করেন।
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আবদুন নূর বারো ভূঁইয়া বলেন,জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে বাংলাদেশে সুস্থ রাজনীতি অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র থেকে সকল সহযোগীতা করা হবে। তিনি বলেন, আমাদের নেতা-কর্মীরা ঐক্যবব্ধ আছেন।