৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

ট্রাম্পের নির্বাহী আদেশে সিরিয়ার ওপর সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার

ট্রাম্পের নির্বাহী আদেশে সিরিয়ার ওপর সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিরিয়ার ওপর প্রায় সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেশটির নতুন অন্তর্বর্তী নেতা আহমেদ আল-শারা’র সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। এক প্রতিবেদনে গত ১লা জুলাই মঙ্গলবার এ খবর দিয়েছে আরব নিউজ।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ‘দেশটির স্থিতিশীলতা ও শান্তির পথে যাত্রাকে উৎসাহিত ও সমর্থন দিতেই’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্রেজারি বিভাগের সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দাবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাড স্মিথ জানান, এই নির্বাহী আদেশের মাধ্যমে ‘আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে দেশটির বিচ্ছিন্নতা শেষ হবে, যা বৈশ্বিক বাণিজ্যের পথ খুলে দেবে এবং অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও বিনিয়োগ আকর্ষিত হবে।’

তবে আদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার শীর্ষ সহকারী, পরিবারের সদস্য এবং মানবাধিকার লঙ্ঘন, মাদক পাচার বা রাসায়নিক অস্ত্র কর্মসূচিতে জড়িত কর্মকর্তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি।