৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে চান ট্রাম্প

‘তৃতীয় বিশ্বের সব দেশ’ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার জন্য মার্কিন প্রশাসন কাজ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগােযাগ মাধ্যম ট্রুথসোশ্যালে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ব্যবস্থা যাতে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়, সে জন্যই এ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে এক অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে ন্যাশনাল গার্ডের একজন সদস্যের মৃত্যুর পরই এমন ঘোষণা দিলেন ট্রাম্প। তদন্তকারীদের দাবি, এক আফগান নাগরিক ওই হামলা চালায়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে আমি তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে স্থগিত করব।’

একইসঙ্গে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে অভিবাসনের অনুমতি পাওয়া ‘লাখো’ মানুষের অনুমোদন প্রত্যাহার করে নেওয়ার হুমকিও দেন।

তিনি অঙ্গীকার করেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ নন এমন সবাইকে বের করে দেওয়া হবে।’

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, আমেরিকান নন এমন সব নাগরিককে তিনি ফেডারেল সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া বন্ধ করবেন।

পাশাপাশি, যেসব বিদেশি নাগরিক ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে বিবেচিত অথবা ‘পশ্চিমা সভ্যতার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না’, তাদেরকে তিনি তাদের নিজ দেশে ফেরত পাঠাবেন।

‘অবৈধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন জনসংখ্যা কমানোর লক্ষ্য অর্জনে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে’, যোগ করেন ট্রাম্প।

তিনি বিষয়টিকে ‘রিভার্স মাইগ্রেশন’ আখ্যা দিয়ে বলেন, পরিস্থিতির নিরসনে এই উদ্যোগের কোনো বিকল্প নেই।

ট্রুথে ট্রাম্প লিখেছেন, “প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেক এগিয়েছি ঠিকই। কিন্তু ভুল অভিবাসন নীতির কারণে এসব অর্জন নষ্ট হয়ে যাচ্ছে। সঙ্গে অনেক মানুষের জীবনব্যবস্থা কঠিন হচ্ছে।”

“আমি ঠিক করেছি, যুক্তরাষ্ট্রের পুরো ব্যবস্থাকে আবার ঠিক হওয়ার সুযোগ দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী আসা পুরোপুরি বন্ধ করে দেব।” “এছাড়া জো বাইডেনের আমলে অবৈধভাবে ঢোকা লক্ষ লক্ষ মানুষের থাকার অনুমতি বাতিল করে দেব। ঘুমন্ত বাইডেন এসব লোককে অবৈধভাবে এনেছেন। ”

“যারা যুক্তরাষ্ট্রের কোনো কাজে আসে না, বা যারা আমাদের দেশকে মন থেকে ভালোবাসতে পারে না, তাদের সবাইকে দেশ থেকে বের করে দেওয়া হবে।” “দেশের বিদেশি নাগরিকদের সমস্ত সরকারি সুবিধা ও আর্থিক সাহায্য বন্ধ করা হবে। যেসব বিদেশি আমাদের দেশের শান্তি নষ্ট করবে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে।”

“যেকোনো বিদেশি, তিনি যদি দেশের বোঝা হন, নিরাপত্তার জন্য বিপদের কারণ হন, বা যুক্তরাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে মানিয়ে চলতে না পারেন, তাকে তাড়িয়ে দেওয়া হবে।” এই সবের মূল লক্ষ্য হলো—অবৈধভাবে আসা ও সমস্যা সৃষ্টিকারী মানুষের সংখ্যা অনেক কমানো। বিশেষ সুবিধায় যারা বেআইনিভাবে ঢুকেছে, তারাও এর মধ্যে পড়বে।”

যুক্তরাষ্ট্রের অবস্থার উন্নতির জন্য অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে হবে উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, “এই অবস্থা পুরোপুরি ঠিক করার একমাত্র উপায় হলো অভিবাসীদের আবার নিজ দেশে ফিরে যাওয়া।”

পোস্টের শেষে আমেরিকানদের থ্যাংকসগিভিংয়ের শুভেচ্ছা জানান ট্রাম্প। তবে এটাও উল্লেখ করতে ভুলেননি, যে ‘যারা ঘৃণা, চুরি, হত্যা ও আমেরিকান মূল্যবোধের সঙ্গে যায় এমন সব কিছু ধ্বংসে লিপ্ত আছেন’, তাদের জন্য এই শুভেচ্ছা প্রযোজ্য নয় এবং ‘তারা খুব বেশিদিন এই দেশে থাকতে পারবেন না’, বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। ত্‌

এর আগে গত বুধবার (২৬ নভেম্বর) ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন এক আফগান নাগরিক। তিনি আফগানিস্তানে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও সিআইএর সঙ্গে কাজ করেছেন। ২০২১ সালে যখন তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তখন তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিশেষ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে আসেন। সেনাদের ওপর গুলির ঘটনার পর পুরো অভিবাসন ব্যবস্থা হুমকির মুখে পড়ে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এমন ঘোষণা দিয়েছেন।

ট্রাম্পের বর্তমানে মেয়াদের শুরু থেকেই চলছে অভিবাসন-বিরোধী মনোভাবের চর্চা। তারই সর্বশেষ ও সম্ভবত কঠোরতম উদ্যোগ হতে পারে আফগানিস্তান, থাইল্যান্ড, কলম্বিয়ার মতো তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন বন্ধ করে দেওয়া।