নিউইয়র্ক     সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্প-কমলার মুখোমুখি বিতর্ক ১০ সেপ্টেম্বর

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪ | ০৬:৩২ পূর্বাহ্ণ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ | ০৬:৩২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ট্রাম্প-কমলার মুখোমুখি বিতর্ক ১০ সেপ্টেম্বর

যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস আগামী ১০ সেপ্টেম্বর এবিসিতে বিতর্কে অংশ নেবেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি বিতর্ক। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।

এদিকে ফ্লোরিডার পাম বিচের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ৪ ও ২৫ সেপ্টেম্বর কমলার সঙ্গে আরও দুটি বিতর্কে নিতে চান, যেগুলো ফক্স ও এনবিসিতে সম্প্রচার করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমলা হ্যারিস বলেছেন, ‘অবশেষে ট্রাম্প রাজি হওয়ার’ পর তাঁর সঙ্গে ১০ সেপ্টেম্বরের বিতর্কে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ডেট্রয়েটে এক নির্বাচনী প্রচার শেষে কমলা সাংবাদিকদের বলেন, ট্রাম্পের সঙ্গে তিনি আরও বিতর্কে অংশ নিতে রাজি আছেন। তবে কমলার প্রচার শিবিরের একজন কর্মকর্তা এ কথা পুনর্ব্যক্ত করেন যে ৪ সেপ্টেম্বর ফক্স বিতর্কের বিষয়টি এখনো তাঁদের টেবিলের বাইরে রয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, এবিসিতে ১০ সেপ্টেম্বরের বিতর্কে ট্রাম্পের অংশগ্রহণ করার ওপর তাঁর সঙ্গে ভবিষ্যৎ বিতর্কে বসার বিষয়টি নির্ভর করছে। অবশ্য কমলার প্রচার শিবির এরই মধ্যে ফক্সের বিতর্কে অংশ নেওয়ার কথা নাকচ করে দিয়েছে।

শেয়ার করুন