৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

মাচাদো তার নোবেল পুরস্কার আমাকে দিলে তা হবে সম্মানের জানালন ট্রাম্প

মাচাদো তার নোবেল পুরস্কার আমাকে দিলে তা হবে সম্মানের জানালন ট্রাম্প

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি তিনি তা করতে চান। এটা আমার জন্য বড় সম্মানের হবে।’

৮ জানুয়ারী বৃহস্পতিবার ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মাচাদো আগামী সপ্তাহের কোনো এক সময় ওয়াশিংটন সফরে আসবেন বলে আশা করা হচ্ছে এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে তিনি মুখিয়ে আছেন।’ এই সুযোগে ট্রাম্প নোবেল প্রক্রিয়া নিয়ে তার দীর্ঘদিনের অসন্তোষও আবার প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি আটটি যুদ্ধ থামিয়েছি… তত্ত্ব অনুযায়ী, আটটি যুদ্ধ থামালে প্রতিটির জন্য একটি করে পুরস্কার পাওয়া উচিত।’ নোবেল কমিটির সিদ্ধান্তগুলো নরওয়ের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প।

নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেস এ সম্পর্কে বলেন, ‘এই কমিটি এমন একটি কক্ষে বসে, যেখানে সব বিজয়ীর প্রতিকৃতি ঝুলছে, আর সেই কক্ষ সাহস ও সততার প্রতীকে ভরা। তাই আমরা কেবল আলফ্রেড নোবেলের কাজ ও ইচ্ছার ভিত্তিতেই সিদ্ধান্ত নিই।’

উদারপন্থী রাজনৈতিক ভাষ্যকার হ্যারি সিসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের জন্য চরম অপমানজনক। ট্রাম্প ভেনেজুয়েলায় মাচাদোকে সমর্থন করবেন না, যদি না তিনি তার জেতা নোবেল শান্তি পুরস্কারটি ট্রাম্পকে দেন। তিনি (ট্রাম্প) একেবারেই শিশুসুলভ।’

নোবেল শান্তি পুরস্কারের ক্ষেত্রে একজন বিজয়ীর পক্ষে অন্য কাউকে পুরস্কার দেওয়ার কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেই।